এক নজরে

হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য

By admin

December 15, 2020

কলকাতা ব্যুরো: মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতালের চিকিৎসক এবং নার্সিং টিম অ্যাম্বুলেন্সে করে হোম কেয়ার ব্যবস্থায় তাঁকে বাড়িতে পৌঁছে দেবে বলে জানা যাচ্ছে। গত বুধবার , অর্থাৎ ৯ ডিসেম্বর দুপুর থেকে দক্ষিণ কলকাতার আলিপুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা চলছে। প্রথমে তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছিল। ঘুমের ওযুধ দেওয়া হচ্ছিল। শরীরে অক্সিজ়েনের মাত্রা কমে গিয়েছিল। প্রথমে কয়েকদিন তিনি সংকটজনক অবস্থায় ছিলেন। পরে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে।

তবে সোমবারই হাসপাতাল সূত্রে জানিয়ে দেওয়া হয় বাইপ্যাপ অর্থাৎ, নন-ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে আজ তাঁকে বাড়ি পাঠানো হবে। আজ সকালে হাসপাতাল থেকে জানানো হয়েছে, সোমবার রাতে বুদ্ধদেববাবুর ভালো ঘুম হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটার স্বাভাবিক রয়েছে। রাইলস টিউব খুলে দেওয়া হয়েছে। এরপর আজ সকাল ১০ টা-১১টা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। চিকিৎসক এবং নার্সদের একটি বিশেষ দল তাঁকে অ্যাম্বুলেন্সে করে হোমকেয়ার ব্যবস্থায় বাড়ি পৌঁছে দেবে।

জানা গিয়েছে বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে। বাইপ্যাপ সাপোর্টে রাখা হবে তাঁকে। প্রয়োজনীয় কিছু ওষুধপত্র ও ফিজ়িওথেরাপি চলবে। তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হবে। যথাযথ নিউট্রেশন দেওয়া হবে।