এক নজরে

বিএসএফ কর্তার বাড়ি সিল করল সিবিআই

By admin

September 23, 2020

কলকাতা ব্যুরো: মালদা ও মুর্শিদাবাদে গরু পাচারের চক্র চালানোর মদত দেওয়ার অভিযোগে বিএসএফের ৩৬ নম্বর ব্যাটেলিয়ানের প্রাক্তন কমান্ডেন্ট সতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল সিবিআই। ওই বিএসএফ কমান্ডেন্ট এখন রায়পুরে কর্মরত রয়েছেন।

এই ঘটনায় বুধবার সিবিআই কলকাতার ১৩ টি জায়গায় এবং গাজিয়াবাদ, অমৃতসর ও রায়পুরে একযোগে অভিযোগ অভিযান চালায়। ওই বিএসএফ কমান্ডেন্ট সতীশ কুমারের কলকাতার সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এদিন দুপুরে তার সল্টলেকের বাড়িটি সীল করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিন সিবিআই কলকাতা ছাড়াও মুর্শিদাবাদ এবং মালদাতেও তদন্ত চালায়। এই ঘটনায় সতীশ কুমার ছাড়াও এনামুল হক, আনোয়ারুল শেখ এবং মোহাম্মদ গোলাম মোস্তফা নামের তিনজন পাচারকারী বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিবিআই।