এক নজরে

ব্রাজিল, ব্রিটেন, তুরস্কেও দ্রুত বাড়ছে করোনা

By admin

October 25, 2020

কলকাতা ব্যুরো: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা সত্যি করতেই যেন বিভিন্ন দেশে করোনা সংক্রমণ দাপিয়ে নতুন করে বাড়তে শুরু করেছে। কোথাও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে, কোথাও বাড়ছে দৈনিক সংক্রমণ। ফলে সর্তকতা মেনে এখনই যদি ব্যাবস্থা না নেওয়া যায়, সে ক্ষেত্রে আবার লকডাউন ছাড়া কোন উপায় নেই বলেই মনে করছেন চিকিৎসকরা।তুরস্কে শনিবার একদিনে ২০৯১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। ফলে ওই দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লক্ষ ন হাজার ৭৮৪ জন।ব্রিটেনে নতুন করে ২৩,০১২ জন করোনা পজিটিভ চিহ্নিত হয়েছেন। ওই দেশে এখন মোট করোনা আক্রান্ত সংখ্যা আট লক্ষ ৫৪ হাজার ১০ জন। শনিবার সরকারি ভাবে এই তথ্য জানিয়েছে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক। সেখানে মৃত্যুর সংখ্যা ১৭৪ থেকে বাড়তে বাড়তে এখন ৪৪ হাজার ৭৪৫ ছুঁয়েছে।ব্রাজিলে গত ২৪ ঘন্টায় করোনায় মৃতের সংখ্যা ৪৬২। সেখানে মোট এখনো পর্যন্ত মৃত ১৫৯০৩ জন। শনিবার এই তথ্য দিয়ে ব্রাজিল জানিয়েছে, এই পর্যায়ে একদিনে ২৬৯৭৯ জন আক্রান্ত হয়েছেন। মোট সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লক্ষ ৮ হাজার ৩৫ জন।দু’দিন আগেই হু এর ডিরেক্টর জেনারেল এ ব্যাপারে দেশ গুলিকে সতর্ক করেছিলেন। আগামী বেশ কয়েক মাস করোনা র প্রকোপ যে বাড়বে, সে ব্যাপারে নিশ্চিত করেছিলেন তিনি। তাঁর বক্তব্য, যদি না লকডাউন এর মত চূড়ান্ত পদক্ষেপ করতে হয়, তাহলে এখনই দেশগুলিকে করোনা বিধি মানার ব্যাপারটা আরো কঠোর করতে হবে।