এক নজরে

সোমবার শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক ব্রাত্য বসুর

By admin

July 31, 2022

কলকাতা ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য। এই পরিস্থিতিতেই সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলো শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার দুপুর ১ টার সময় বিকাশ ভবনে শিক্ষা দফতরের সচিব ও আধিকারিকদের বৈঠকে ডেকেছেন।এই বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, সচিব এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, ২৩০০ প্রধান শিক্ষকের পদ শূণ্য রাজ্যের বিভিন্ন স্কুলে। রাজ্যের স্কুলগুলিতে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য বিধি প্রস্তুত করা হলেও ওই নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে দীর্ঘদিন ধরে। সেই বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এসএসসিতে কিভাবে নিয়োগ করা হবে? নিয়োগ সংক্রান্ত জটই বা কাটবে কিভাবে? তাও আলোচনা হতে পারে ওই দিনের বৈঠকে।এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন শনিবারে ৫০৪ দিন অতিক্রান্ত করেছে। শুক্রবারই আন্দোলনকারী এসএসসিব চাকরিপ্রার্থীদের ৮ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মুখ শাহীদুল্লাহ বৈঠক থেকে বেড়িয়ে জানিয়েছিল বৈঠকে আলোচনা হয়েছে ইতিবাচক। আগামী ৮ অগাস্ট চাকরিপ্রার্থীদের সঙ্গে আবার বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। তার আগে সোমবার শিক্ষা দফতরের উচ্চ পর্যায়ের বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।