%%sitename%%

এক নজরে

বৌবাজারে টিবিএম তুলতে অস্ট্রিয়া থেকে এল মেশিন

By kolkata361Desk

August 06, 2020

কলকাতা ব্যুরো: সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে বউবাজারে আটকে পড়া টানেল বোরিং মেশিন (টিবিএম) তুলতে অস্ট্রিয়া থেকে এল যন্ত্র। এই যন্ত্রের সাহায্যেই তুলে ফেলা হবে প্রায় এক বছর ধরে আটকে থাকা টিবিএম চন্ডীকে। তবে তা যথেষ্টই সময় সাপেক্ষ। আটকে থাকা ওই যন্ত্র এবং শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গ খুঁড়ে সেখান থেকে ফেরত আসা ওপর টিবিএম উর্বিকেও তোলা হবে। আর এই দুই টিবিএম তোলার কাজ চলতি মাসেই শুরু করা হবে বলে কেএমআরসিএলের তরফে জানানো হয়েছে। মেশিন দুটিকে তুলতে বউবাজারে তৈরি হচ্ছে বিশাল একটি স্যাফট। বা সহজ কথায় বিশাল চৌবাচ্চা। টানেল বোরিং মেশিন ‘চান্ডি’ এবং ঊর্বি দুটিকেই তোলা হবে এখন দিয়েই।

এই স্যাফট হবে ৩৯ মিটার লম্বা, ১০মিটার চওড়া।গভীরতা হবে ৩৮ মিটার। মোট ১৩০ টা পিলার তৈরি করে বানানো হচ্ছে এই চৌবাচ্চা।১১মাস আগে বৌবাজারে মেট্রো বিপর্যয়ে মাটির নিচে আটকে পড়া টানেল বোরিং মেশিন তুলতেই এই ব্যাবস্থা।

বিশেষ এই গর্ত খুঁড়তে সুদূর অষ্ট্রিয়া থেকে এসেছে মেশিন। তবে প্রায় একশো কোটি টাকার এই মেশিন তুললেও তা দিয়ে আর কাজ করা যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেশিন তোলার সময় মাটিতে যেন ফের ধস না নামে তার জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। বৌবাজারের দুর্ঘটনাগ্রস্ত এলাকায় একাধিক বাড়ি ভেঙে পড়েছিল গত জুলাইয়ে। ওই এলাকা থেকে কয়েকশো বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ সরিয়ে ওই অঞ্চলের মাটিকে স্থায়িত্ব দিতে একাধিক পদক্ষেপ করেন মেট্রো কর্তৃপক্ষ। ধস সম্পূর্ণ ঠেকানোর পরে কাজ শুরু করা হলেও একাধিক জীর্ণ বাড়ির গা ঘেঁষে সুড়ঙ্গ তৈরির কাজ করতে গিয়ে বিশেষ সতর্ক থাকতে হচ্ছে কর্তৃপক্ষকে।