%%sitename%%

এক নজরে

কাজিরাঙায় ব্যাঘ্র শাবকের জন্ম

By admin

July 27, 2020

কলকাতা ব্যুরো : কিছুদিন ধরেই বন্যা বিপর্যস্ত অসমের কাজিরাঙা । বন্যার জেরে সেখানে প্রাণ হারিয়েছে বেশ কিছু বন্য প্রাণী। যারা বেঁচে আছে এমন অনেক পশুরই চরম ভোগান্তি চলছিল। এই বর্ষায় ১৪ টি গন্ডার সহ ২২৯ টি বন্যপ্রাণীর মৃত্যু হযেছে সেখানে। কিন্তু এর মধ্যেই ব্যাঘ্র শাবকের জন্মের সংবাদ নতুন আশার আলো জাগালো বনবিভাগের কর্মীদের মনে।

ঘটনাটি গুরুত্বপূর্ণ কারণ এই প্রথম কোনো বাঘিনী কাজিরাঙা জাতীয় উদ্যানে প্রসব করল। বনবিভাগের লাগানো গোপন ক্যামেরায় বাঘিনী ও দুটি শাবক এর ছবি ধরা ও পড়েছে। “প্রায় ১৫ বছরের কষ্টের ফসল ” , এমনটাই টুইট করে বন কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনাটি গুরুত্বপূর্ণ কারণ এই প্রথম কোনো বাঘিনী কাজিরাঙা জাতীয় উদ্যানে প্রসব করল। বনবিভাগের লাগানো গোপন ক্যামেরায় বাঘিনী ও দুটি শাবক এর ছবি ধরা ও পড়েছে। “প্রায় ১৫ বছরের কষ্টের ফসল ” , এমনটাই টুইট করে বন কর্তৃপক্ষ জানিয়েছে। যে অঞ্চলে ব্যাঘ্র শাবক জন্ম নিয়েছে সেটি কয়েক বছর আগেও কাজিরাঙা জাতীয় উদ্যানের অন্তর্গত ছিল না। ২০০৭ -এ এই অঞ্চলটি চোরা শিকারিদের হাত থেকে মুক্ত করার জন্য বনবিভাগ কাজিরাঙা জাতীয় উদ্যানের আওতায় নিয়ে আসে। এমন কথাই জানিয়েছেন কাজিরাঙা জাতীয় উদ্যানের ডিরেক্টর পি শিবকুমার। কাজিরাঙার বাঘ গবেষণার প্রধান এম ফিরোজ আহমেদ এর মতে বাঘ সংরক্ষনের ক্ষেত্রে এটা একটা বড় ঘটনা।