এক নজরে

#BombsSeized: খাস কলকাতায় ফের উদ্ধার বোমা

By admin

May 28, 2022

কলকাতা ব্যুরো: খাস কলকাতায় ফের উদ্ধার বোমা। আবারও শিরোনামে তিলজলা। পুলিশ হেফাজতে থাকা এক ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বোমার হদিশ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করে। একটি ফলের ঝুড়ির মধ্যে বালি চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছিল সেগুলি। কী কারণে বোমাগুলি রেখে দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

বেশ কয়েকদিন আগে শেখ তনু নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বেআইনি অস্ত্র নিজের কাছে রাখার অভিযোগে শেখ তনুকে পাকড়াও করা হয়। শুক্রবার রাতে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখনই বোমা লুকিয়ে রাখার খবর পাওয়া যায়। শেখ তনুর বয়ান অনুযায়ী তদন্তকারীরা তিলজলা রোডের ৫ নম্বর ঝুপড়ির কাছে হানা দেয়। সঙ্গে ছিল কলকাতা পুলিশের উইনার্স বাহিনীও। ওই এলাকায় একটি ফলের ঝুড়ি বালি চাপা দেওয়া অবস্থায় ১১টি বোমা উদ্ধার করা হয়। বম্ব স্কোয়াডেও খবর দেওয়া হয়।এরপর বোমাগুলি বাজেয়াপ্ত করা হয়। কীভাবে ওই এলাকায় বোমা এল, তা এখনও জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, এর আগে গত এপ্রিলেও খাস কলকাতায় বোমা উদ্ধার হয়। অটোর ভিতর থেকে সেবার ১৯টি তাজা বোমা উদ্ধার করা হয়। হরিদেবপুরে এলাকার ৪১ পল্লি ক্লাবের সামনে একটি পরিত্যক্ত অটোর ভিতরে রাখা ছিল বোমাগুলি। উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র এবং বুলেট। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ।

পরিত্যক্ত ওই অটোটি হরিদেবপুর রুটের ছিল না। তার পিছনে বিজয়গড় থেকে চক্রবেড়িয়া লেখা ছিল বলে খবর। পরে অবশ্য জানা যায় ওই অটোতে বোমা রাখার নেপথ্যে ব্যবসায়িক শত্রুতার যোগসূত্র ছিল।