কলকাতা ব্যুরো : তারকারা গণেশ চতুর্থীতে মেতে উঠেছেন। সনু সুদ, আকৃতি কক্কর, ইসা কপীকার, প্রিয়াঙ্কা চোপড়া,কাজল, সলমান খান, নীল নিতিন মুকেশ সবাই গণেশ চতুর্দশী উপলক্ষে তাদের ফেসবুক অ্যাকাউন্টে নিজেদের বাড়ির গণেশ পুজোর ছবি দিয়েছেন। কিন্তু ভাইরাল হয়েছে সুশান্ত সিং রাজপুতের গণেশ হাতে নিয়ে পুরনো একটি ছবি।
আজ হট স্টার এবং স্টারপ্লাস এ সন্ধ্যা ৮টা থেকে গণেশ চতুর্থীকে কেন্দ্র করে হেমা মালিনী এবং এশা দেওলের নাচের যুগলবন্দী দেখতে পাওয়া যাবে। থাকছেন শিল্পা শেঠিও। এছাড়াও অনুষ্ঠানে হাজির থাকবেন অরুণ গোভিল। পাশাপাশি এদিন গণেশ বন্দনায় মেতেছেন অভিনেত্রী শিল্পা। নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।