কলকাতা ব্যুরো : সিনেমা তো নিশ্চয়ই দেখেন। আপনার প্রিয় বলিউড নায়ক নায়িকার ছবি ও দেখেন। কিন্তু বলিউড তারকারা ছবি প্রতি কত নেন? খবর রাখেন। দিয়ে দি। তবে একটা কথা আগেই বলে রাখি। নায়িকাদের দর কম। নায়কদের বেশি। নায়িকাদের রোজগার নায়কদের থেকে ৫ থেকে ১০ গুন কম। এখন নায়কদের মধ্যে অক্ষয় কুমার সবথেকে বেশি টাকা নিচ্ছেন বলিউডে আর নায়িকাদের মধ্যে দীপিকা পাডুকোন।
পদ্মাবত ছবির পর দীপিকা ছবি প্রতি নিচ্ছেন ১২ কোটি টাকা। বর রণবীরের থেকে বেশীই রোজগার দীপিকার। আগে দীপিকা ছবি প্রতি ৮ থেকে ১০ কোটি টাকা নিতেন। প্রিয়াঙ্কা চোপড়া একটি সিনেমার জন্য নেন ৬.৫ কোটি টাকা। ভারতের ক্রিকেট ক্যাপ্টেনের স্ত্রী কত পাচ্ছেন জানেন। অনুষ্কা-র পারিশ্রমিক ৬ থেকে ৭ কোটি প্রত্যেক ছবির জন্য। পি.কে এবং সুলতান হিট হবার পর পরই তার দর ঊর্ধ্বমুখী। কঙ্গনা রানাউত পান ছবি প্রতি ৫ থেকে ৬ কোটি টাকা। তুলনায় কম সোনাঙ্খি সিনহা, জ্যাকলিন ফার্নান্দেজ বা তাপশ্রী পন্নুরা। ওনারা প্রত্যেক ছবির জন্য পেয়ে থাকেন ৫০ লাখ থেকে ১ কোটি পর্যন্ত। এ তো গেল মহিলা সুপারস্টারদের কথা। নায়ক দের কথা শুনলে চক্ষু চড়কগাছ হবে। অক্ষয় কুমারের যাচ্ছে ছবি প্রতি ৪০ থেকে ৫০ কোটি। আমির নাকি ৫০ কোটির নিচে ছবি ই করেন না। হৃত্বিক রোশান প্রত্যেক সিনেমার জন্য বর্তমানে ৪০ থেকে ৪৫ কোটি টাকা নিচ্ছেন। রণবীর কাপুর পাচ্ছেন ২০ কোটি সিনেমা পিছু। অমিতাভের দর এখন নাকি পরে গেছে একটু। পিকুর জন্য ১৮ কোটি নিয়েছিলেন শাহেনশাহ। সাহিদ কাপুর পাচ্ছেন ১০ কোটি টাকা।