এক নজরে

এবার বিএমসির নিশানায় খারের কঙ্গনার ফ্ল্যাট

By admin

September 10, 2020

কলকাতা ব্যুরো: বান্দার পালি হিলসে মনিকর্নিকা প্রোডাকশনের অফিসের পর এবার বিএমসির টার্গেটে বলিউড স্টার কঙ্গনা রানাওয়াতের খারের ফ্ল্যাট। সেখানে পাঁচ তলায় রযেছে কঙ্গনার তিনটি ফ্ল্যাট। যেগুলি ২০১৮ সালে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল বলে জানায় বিএমসি। তা নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছে বিএমসি।

এদিকে গতকালই পালি হিলসের ফ্ল্যাট ও অফিস ভাঙার ওপর স্থগিতাদেশ জারি করেছে বোম্বে হাইকোর্ট। যদিও তার আগেই বাড়ির খানিকটা অংশ ভেঙে দেওয়া হয়। তার জন্য ক্ষতিপূরণ দাবি করে আদালতে মামলা করেছেন কঙ্গনা। আজ দুপুরে সেই মামলার ফের শুনানি।