এক নজরে

কোজাগরী পূর্ণিমার শেষ লগ্নে মহাজাগতিক দৃশ্যের সাক্ষী কলকাতাবাসী

By admin

October 31, 2020

শনিবার একটি মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো ভারত। এবারই প্রথম কোজাগরী পূর্ণিমার লগ্নে ব্লু মুন দেখতে পেলো শহরবাসী। আকাশে আজ চাঁদকে আরও উজ্জ্বল এবং বড় দেখাচ্ছিল। দেশ বিদেশের মহাকাশ বিজ্ঞানীরা আজ সন্ধে থেকেই আকাশের দিকে টেিলস্কোপ পেতে বসে ছিলেন। কোজাগরী পূর্ণিমা প্রায় শেষ লগ্নে। পূর্ণিমা শনিবার সন্ধের পরেও ছিল। তারই মধ্যে দেখা মিললো সেই বিরল মহাজাগতিক দৃশ্য। ব্লু মুন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা গেলো এই ব্লু মুন। বিকেল থেকেই আকাশের দিকে টেলিস্কোপ নিয়ে বসে পড়েন বিজ্ঞানীরা।

ব্লু মুন আসলে আর কিছুই নয় পূর্ণিমার চাঁদ। যা অন্যান্য পূর্ণিমার থেকে একটু বেশি বড় ও উজ্জ্বল দেখায়। সাধারণত প্রতি মরশুমের তৃতীয় পূর্ণিমার চাঁদ ব্লু মুন হয়। তবে ব্লু মুন বলা হয় ঠিকই কিন্তু চাঁদ নীল রঙের দেখায় না। সেদিন চাঁদ আরও বেশি উজ্জ্বল ও বড় দেখায়। আর সাদা রঙের মধ্যে একটা নীলাভ আভা থাকে সেকারণেই ব্লু মুন বলা হয়। কিন্তু তার অর্থ এই নয় যে এটা নীল চাঁদ।