মৈনাক শর্মা
সেনার হাত থেকে ক্ষমতা বদলের সঙ্গেই মায়ানমারে শুরু হয় দেশে গনতন্ত্র ফেরানোর আন্দোলন। আর সেই আন্দোলনকে থামাতেই মায়ানমার বায়ু সেনা অভিযান চালাল খোদ মায়ানমারেই। সম্প্রতি পাপুন জেলার থাইল্যান্ড ও মিয়ানমারের সীমানা লাগোয়া দায় পুনো এলাকায় এয়ার স্ট্রাইক করে মায়ানমার বায়ু সেনা।
এর আগেও সেনার গুলিতে মারা যান ৯১ জন আন্দোলনকারী, স্থানীয় সুত্র অনুযায়ী, মোট ৫১০ ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। ওই দেশের সংবামাধ্যম গুলির রিপোর্ট অনুযায়ী, দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মন্দালয়েই নিহত হয় বেশী সংখ্যক মানুষ।তাহলে শহরের বাইরে সীমানার কাছে কেন হলো এই এয়ার স্ট্রাইক ?
মায়ানমারের একটি ভাষার উপজাতি কাড়েন।কাড়েন ইউনিয়ন একটি রাজনৈতিক অস্ত্রশক্তি, যা মূলত মায়ানমার থেকে পৃথক দেশের দাবি করে। এই অভিযান কেবল মাত্র আন্দোলনকে থামাতেই নয়, তার সাথে উদ্দেশ্য ছিল কাড়েন ন্যশানাল ইউনিয়নের লোকজনদেরও দমন করা। তাছাড়া মায়ানমারে নির্বাসিত সরকারকে ফেরানোর আন্দোলনে এই গোষ্ঠীর ভূমিকা রয়েছে বলেও দাবী মায়ানমার সেনার। ফের সৈন্য অভিযানের আতঙ্কে থাইল্যান্ড সীমায় বাড়ছে শরণার্থী।