এক নজরে

ফুটবলের কালো দিন স্মরণে রক্তদান

By admin

August 16, 2020

কলকাতা ব্যুরো: সে দিন কার দোষে ঝড়েছিল ১৬ টি প্রাণ, সে হিসেব আর শেষ হয়নি। কিন্তু ১৯৮০ সালে ইডেন গার্ডেনে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনা প্রতিবারই স্মরণ করেন বাংলার ফুটবল প্রেমীরা। স্মরণ করেন রক্তদানের মধ্যে দিয়ে। যার অন্যথা হয়নি এবার এই মহামারী আবহেও।

আজ সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফুটবলপ্রেমী দিবস স্মরণে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। প্রথম আধঘন্টার মধ্যেই ৫০ জন রক্তদান করেন। রক্তদান চলবে বেলা পাঁচটা পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ ও ফুটবল প্রেমীরা।

কলকাতা ফুটবল লিগে যে দুই মহারথী, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলা ঘিরে সেদিন রক্তাক্ত হয়েছিল ইডেন, গিয়েছিল ১৬ জন ফুটবল প্রেমীর তরতাজা প্রাণ, তাঁদের নিয়ে আলোচনা হয় আজও। কিন্তু ফুটবল রেফারি, না কি দুই দলের খেলোয়াড় না কি পুলিশের সেদিনের অক্ষমতায় রক্ত ঝড়েছিল ইডেন গার্ডেনে-সে হিসেবে আজও হয়নি।