এক নজরে

পর্যটনে লাগাম সিকিমে

By admin

April 19, 2021

কলকাতা ব্যুরো: পর্যটনের ক্ষতি ঠেকাতে এখনই পুরোপুরি পর্যটন শিল্প বন্ধ না করলেও, পর্যটকদের সিকিম এ ঢোকার ক্ষেত্রে কড়া কড়ি করল রাজ্য সরকার। এখন থেকে বাইরের যে সমস্ত পর্যটক সিকিমে যাবেন তাদের করোনার পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে। যদি তা না থাকে সে ক্ষেত্রে দ্রুত আর টি পি সি আর রিপোর্ট করিয়ে তার ফল দেখাতে হবে সিকিমে প্রবেশের আগেই। সোমবার সিকিম পর্যটন দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

ওই নির্দেশিকায় রাজ্যের হোটেল, রেস্তোরাঁ, রিসোর্ট মালিকদের বারবার সতর্ক করা হয়েছে করোনার বিধি মানার ব্যাপারে। কোন পর্যটক এর যদি করোনার সংক্রান্ত কোন উপসর্গ দেখা দেয়, তৎক্ষণাৎ তা জানাতে হবে স্বাস্থ্য দপ্তরে। এরপরে ওই পর্যটককে কিভাবে চিকিৎসা হবে তা নিয়ে হস্তক্ষেপ করবে স্বাস্থ্য দপ্তর। কিন্তু কোনভাবেই করোনা দেখা যাওয়া রোগীকে লুকিয়ে রাখা যাবে না। এ ব্যাপারে সংস্থাগুলি নির্দেশ মানছে কিনা তা দেখার জন্য হঠাৎ হঠাৎ ভিজিট করবেন রাজ্যের স্বাস্থ্য এবং পর্যটন দপ্তরের কর্তারা। হোটেল, রেস্তোরা গুলি কে এবং ট্যুর অপারেটরদের এ ব্যাপারে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে সরকার।গত বছরেও প্রথমেই সিকিম সরকার করোনা শুরুর মুখেই সেখানে বাইরের পর্যটকদের ঢোকা বন্ধ করে দিয়েছিল। ফলে অন্যান্য রাজ্যে তুলনায় সিকিমে আক্রান্তের সংখ্যাও ছিল সামান্যই। এবারও দ্বিতীয় ঢেউ ঠেকাতে প্রথম থেকেই পর্যটনে লাগাম দিলো সিকিম সরকার।