এক নজরে

পাকিস্তান পুলওয়ামা হামলার দায় স্বীকার করতেই বিজেপির পাল্টা চাপ বিরোধীদের

By admin

October 30, 2020

কলকাতা ব্যুরো: পুলওয়ামা হামলার দায় পাকিস্তান স্বীকার করে নেওয়ায় এবার দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের পাল্টা আক্রমণের পথে হাঁটছে বিজেপি। নেতৃত্ব ২০১৯ এ লোকসভা ভোটের আগের মুহূর্তে কাশ্মীরের পুলওয়ামা এ জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন। বৃহস্পতিবার এই হামলার দায় স্বীকার করে পাকিস্তানের সংসদে বিবৃতি দিয়েছেন সেখানকার মন্ত্রী চৌধুরী। তিনি পুলওয়ামা জঙ্গি হামলা তাদের জয় হিসেবে বর্ণনা করেছেন। তার বক্তব্য, ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান পুলওয়ামায় বড় জয় পেয়েছিল।ফলে পুলওয়ামা হামলার পিছনে যে পাকিস্তান ছিল, তা এখন সবার সামনেই স্পষ্ট।অথচ পুলওয়ামা হামলার পর এই রাহুল গান্ধী থেকে মমতা ব্যানার্জি এমনকি ফারুক আব্দুল্লাহ- সকলেই আকারে-ইঙ্গিতে ওই ঘটনার দায় চাপিয়ে ছিল বিজেপির ওপরেই। এমনকি কেউ কেউ লোকসভা ভোটে জেতার জন্য এমন ঘটনা ঘটানো হলো কিনা সেই প্রশ্ন আকারে-ইঙ্গিতে তুলেছিল।আর এদিন সেই পুলওয়ামা নিয়ে পাকিস্তান নিজেদের লুকোনো কথা ফাঁস করতেই, এখন বিজেপি কোমর বেঁধে নেমেছে রাজনৈতিক বিরোধীদের পাল্টা জবাব দিতে।