এক নজরে

#ShareMarket :চার রাজ্যে ক্ষমতায় বিজেপি, আবার ছন্দে ফিরছে বাজার

By admin

March 14, 2022

শেয়ার বাজারকে নিয়মিত আয়ের উৎস করতে যোগাযোগমৈনাক শর্মা8759689108 (call and WhatsApp)

টানা পঞ্চম দিনের জন্য, ইতিবাচক সংকেত বাজারের ( #ShareMarket ) দুই সূচকের। শুধু তাই নয় এই সূচকগুলি চার্টে স্বল্পমেয়াদী প্রযুক্তিগত প্রতিরোধকে সফলভাবে ভেঙ্গে দিয়েছে। বি এস ই sensex .৯২ শতাংশ বেড়ে ৫৬,০৫৯ এর ঘরে পৌঁছায়। অন্য দিকে NIFTY ০.৬৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৬৭৪৩। টানা পঞ্চম দিনে দুই সূচক বাড়ে যথাক্রমে ৫.৬ ও ৫.১ শতাংশ।

তবে বাজারে ইতিবাচক মনোভাবের কারণ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ( #BJP )রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশ এবং অন্য তিনটি রাজ্যে জয় করা। এছাড়াও শেয়ার বাজারের মূল্য বৃদ্ধির কারণে রয়েছে বিশ্ব বাজারে তেলের দাম কমাও।

ইনফোসিস, এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক, মারুতি সুজুকি এবং অ্যাক্সিস ব্যাঙ্ক ( #AxisBank ) শীর্ষ নিফটি স্টোক আজ লাভকারীদের মধ্যে ছিল, যেখানে আইওসি, ওএনজিসি, এইচইউএল, টাটা মোটরস এবং এইচডিএফসি লাইফ ছিলো নীচের দিকেই। অন্যদিকে নিফটি ব্যাঙ্ক এবং আইটি স্টক প্রতিটি 2 শতাংশ বৃদ্ধি পেলেও, ফার্মা, মেটাল এবং এনার্জি স্টকে বিক্রি প্রবণতা বেশি দেখা গেছে।

বিএসইতে, তথ্য প্রযুক্তি এবং ব্যাংকিং সূচক প্রতিটি 2 শতাংশ বেড়েছে। অটো সূচক 0.9 শতাংশ এবং ক্যাপিটাল গুডস বেড়েছে ০.৫ শতাংশ । ইন্ডিয়া ভিক্স এ কম্পাঙ্ক র মাত্রা আজ ২৫.৬৭ অর্থাৎ প্রায় আগের ছন্দেই বাজার।

Nifty50 তার ৩৭-দিনের পুরনো ডিসেন্ডিং চ্যানেলের উপরে একটি নতুন ব্রেকআউট দিয়েছে যা একটি টেকসই বুল রানের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয় । যদি নিফটি ১৬৬০০-এর উপরে টিকে থাকে তবে পরবর্তীতে লক্ষ্য হবে ১৭৫০০ থেকে ১৭৭০০ র ঘরে। তবে অপশন তথ্য অনুযায়ী Nifty আগামী দিনে ১৬৫০০ ও ১৭২০০ র রেঞ্জেই ঘোরা ফেরা করতে পারে।

কালকে নজরে স্টক FCL। বর্তমান বাজামূল্য ১৬৬.৭০।