এক নজরে

অর্ডিন্যান্স এনে বিরোধীদের মুখ বন্ধ করতে চায় কেন্দ্র

By admin

September 12, 2020

কলকাতা ব্যুরো : আগামী সোমবার থেকে সংসদের অধিবেশন শুরু হতে চলেছে। কিন্তু বিরোধীদের কপালে এখন থেকেই চিন্তার ছাপ। তাদের অভিযোগ প্রতিটি অধিবেশন বি জে পি সরকার জোর করে বদলে দিতে চাইছে। জিরো আওয়ার এর সময় কমিয়ে একঘন্টা থেকে আধঘন্টা করা হয়েছে। যতটা সম্ভব বিরোধীদের সাওয়াল জবাব এড়িয়ে যেতে চাইছে সরকার। এমনটাই অভিযোগ করছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ান জানিয়েছেন সংসদ মুলতুবি থাকাকালীন অর্ডিন্যান্স চালু করে বিরোধী কণ্ঠ রোধ করতে তথপর হয়ে উঠেছে সরকার। রাষ্ট্রপতি ইতিমধ্যেই ১১ টি অর্ডিন্যান্স এ সই করেছেন। তার মধ্যে ৫ টি কবিড এর সঙ্গে সম্পর্কিত আর ২ টি স্বাস্থ্য সংক্রান্ত। অন্যগুলো ব্যাংকিং রেগুলেশন অর্ডিন্যান্স আর কৃষির সঙ্গে সম্পর্কিত তিনটি অর্ডিন্যান্স। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ২০১৪ থেকে ১৯ এর মধ্যে ১০ টি অর্ডিন্যান্স জারি হয়। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে ১০ টি অর্ডিন্যান্স জারি করা হয়েছিলো। বিরোধী রাজনৈতিক দলগুলি স্বভিকভাবেই এই অর্ডিন্যান্স সংস্কৃতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।