এক নজরে

বিজেপির মহিলা মোর্চার মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার হাজরা চত্ত্বর

By admin

August 26, 2022

কলকাতা ব্যুরো: রাজ্যে একের পর এক সামনে আসা নিয়োগ দুর্নীতির প্রতিবাদে পথে নামলো বিজেপি। শুক্রবার হাজরায় যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে জমায়েত করে বিজেপি। এদিন মিছিল শুরুর আগে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়। ভবানীপুরে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি। সেইসময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। বিজেপির কর্মসূচি ঘিরে যানচলাচল ব্যাহত হয় হাজরা, ভবানীপুরে। ভোগান্তির শিকার হন পথচলতি সাধারণ মানুষ।

বিজেপির অভিযোগ, নারকেলডাঙায় অন্তঃসত্ত্বাকে মারধরের ঘটনায় তৃণমূল ‘ঘনিষ্ঠ’ প্রোমোটার জড়িত। পাশাপশি রাজ্যে দিনের পর দিন বেড়ে চলেছে দূর্নীতি। প্রকাশ্যে এসেছে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীদের নাম। গ্রেফতার হয়েছেন পার্থ, অনুব্রত, অর্পিতার মতো একাধিক হেভিওয়েট। একের পর এক ঘটনার প্রতিবাদে শুক্রবার পথে নামে বিজেপি। এদিন দুপুর তিনটেয় মিছিলের ডাক দেয় বিজেপি মহিলা মোর্চা। দুপুর আড়াইটে থেকে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে হাজরা মোড়ে জমায়েন হন বিজেপি কর্মী-সমর্থকরা।

অভিযোগ, এদিন মিছিল শুরুর আগেই তাতে বাধা দেয় পুলিশ। মহিলা পুলিশ না থাকায় সত্ত্বেও মহিলা মোর্চার কর্মী-সমর্থকদের টেনে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হয়। মেট্রো স্টেশনের ভিতরে ঢুকেও বিজেপি কর্মী-সমর্থকদের পাকড়াও করা হয় বলেও দাবি গেরুয়া শিবিরের।

এরপর ভবানীপুরে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি শুরু করে বিজেপি। আগাম প্রস্তুতি না থাকায় বিক্ষোভ সামাল দিতে বেশ কিছুটা বেগ পেতে হয় বিজেপি কর্মী-সমর্থকদের। বিজেপির দাবি, জোর করে দলীয় কর্মী-সমর্থকদের আটক করা হয়। চলন্ত বাস দাঁড় করিয়ে যাত্রী নামিয়ে দেওয়া হয়। বিজেপি কর্মী-সমর্থকরা জোর করে ধাক্কা দিয়ে ওই বাসে তোলা হয়। এরপর বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থককে আটক করে লালবাজারে পাঠানো হয়।