কলকাতা ব্যুরো: মুখ্যমন্ত্রী পদে কারোর মুখ সামনে না আনলেও, আগামী বিধানসভা ভোটে দিলীপ ঘোষকে সামনে রেখেই যে এরাজ্যে লড়াই করবে বিজেপি, জানিয়ে দিলো শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির নেতারা বিধানসভা ভোটের ব্যাপারে বৈঠক করেন রাজ্য নেতাদের সঙ্গে। সেখানেই জানিয়ে দেওয়া হয় আগামী নির্বাচনে দল দায়িত্ব দিচ্ছে দিলীপ ঘোষ কেই।
যদিও এর মধ্যে মুকুল রায়কে দলের সহ-সভাপতি পদে বসানো য় তাকে বড় কোন দায়িত্ব দেওয়া হবে বলে জল্পনা ছিল। কিন্তু এদিন বৈঠকের পর নিশ্চিত, আগামী দিনে মুকুলকে যে পদই দেওয়া হোক, দিলীপ ঘোষের গুরুত্ব অটুট থাকবে।
দিল্লির বৈঠকে অবশেষে যোগ দিলেও এখনো পর্যন্ত রাহুল সিনহা সম্পর্কে নতুন কোনো কিছু জানায়নি দল। তাকে নতুন কোন পদ বা দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা ছিল তাঁর ঘনিষ্ঠদের মধ্যে। কিন্তু এদিন প্রাথমিকভাবে যা জানা গিয়েছে, তাতে দিলিপের উপরই এখন ভরসা রাখছেন অমিত শাহ, জেপি নাড্ডা
Previous Articleমাদকের বলিউড যোগে মাস্টারমাইন্ডের হদিশ এন সি বির
Next Article জিম করবেট পার্কে নতুন জোন বাঘ দেখতে
Related Posts
Add A Comment