%%sitename%%

এক নজরে

Bhawanipore By Election: ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিয়াল

By admin

September 10, 2021

কলকাতা ব্যুরো: অবশেষে ভবানীপুরে প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিয়াল। এর পাশাপাশি জঙ্গিপুর এবং সামসেরগঞ্জ কেন্দ্রেরও প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। জঙ্গিপুরে বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন সুজিত দাস। সামসেরগঞ্জে বিজেপির প্রার্থী মিলন ঘোষ। 

প্রসঙ্গত, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে এ নিয়ে বিস্তর জল্পনা চলছিল বিজেপির অন্দরেই। অবশেষে সমস্ত জল্পনা উড়িয়ে প্রিয়াঙ্কা টিব্রিয়ালকেই মমতার বিরুদ্ধে লড়াইয়ে পাঠালো বিজেপি।

প্রসঙ্গত, পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী টিব্রিয়াল। ভোট পরবর্তী হিংসা মামলাতে রাজ্যকে চাপে রেখেছেন প্রিয়াঙ্কা। আর তারই পুরস্কার হিসাবে বিজেপির হাইকম্যান্ড তাঁকে ভবানীপুরে লড়াইয়ের সুযোগ দিলো। একুশের বিধানসভা ভোটে এন্টালি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে লড়াই করেছিলেন প্রিয়াঙ্কা। যদিও ৫৮ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের স্বর্ণকমল সাহার কাছে হেরে যান আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রিয়াল। তারও আগে কলকাতা পুরসভার ভোটে ৫৮ নম্বর ওয়ার্ডেও বিজেপির টিকিটে লড়াই করেছিলেন কিন্তু সেবারও জিততে পারেননি তিনি। তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান প্রিয়াঙ্কা। 

ভবানীপুরের প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ার পর এদিন প্রিয়াঙ্কা বলেন, “ভবানীপুরে উপনির্বাচনে টিকিট চাই দলকে এমন কথা বলিনি, দল আমায় যোগ্য মনে করেছে তাই টিকিট দিয়েছে। এ জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ। আমার সবটুকু দিয়ে লড়াই করব। ভবানীপুরের উপনির্বাচনে যদি অবাধ, শান্তিপূর্ণ ভোট হয় সেক্ষেত্রে আমার জয় নিশ্চিত।‌ মানুষকে যদি নিজের ইচ্ছেমতো ভোট দিতে দেওয়া হয়, আমি জিতব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে আমি প্রস্তুত। এর আগে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আদালতে টেনে নিয়ে গিয়েছি। ভোট পরবর্তী হিংসা মামলায় লড়াই করেছি। সেখানে মমতাকে ভুল প্রমাণ করেছি। ভবানীপুরে আমি জন্মেছি, ভবানীপুরের প্রতিটা অলিগলি আমি চিনি। ভবানীপুরে আমার নানীবাড়ি।’”

পাশাপাশি প্রিয়াঙ্কা আরও বলেন, “বাংলায় গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আমি বিশ্বাস করি, মানবতার বেঁচে থাকা জরুরি। কেউ আপনাকে ভোট দেয়নি বলে তাঁদেরকে হত্যা করা, অত্যাচার করা, ধর্ষণ করা হবে, এটা চলতে পারে না। ভবানীপুরের মানুষের দরজায়-দরজায় গিয়ে ভোট চাইব। মানুষের জন্য সামগ্রিক উন্নয়ন করাই আমার লক্ষ্য।’‌ 

 উল্লেখ্য, রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায়, ভবানীপুর বিধানসভা এলাকায় অবাঙালি ভোটের কথা মাথায় রেখেই বিজেপি প্রার্থী করল প্রিয়াঙ্কা টিব্রিয়ালকে। ভবানীপুরে বিজেপির রণকৌশল চূড়ান্ত, ভবানীপুরের উপনির্বাচনে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে ব্যারাকপুরের দাপুটে সাংসদ অর্জুন সিংকে। অর্জুন সিংয়ের সহকারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে সৌমিত্র খাঁ এবং জ্যোতির্ময় সিং মাহাতোকে। মূলত এই ৩ সাংসদের উপর ভর করেই ভবানীপুরে ভাল ফলের আশায় বিজেপি।