এক নজরে

বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি

By admin

September 15, 2020

কলকাতা ব্যুরো: ১৭ সেপ্টেম্বর মানে বৃহস্পতিবার একইসঙ্গে মহালয়া এবং বিশ্বকর্মা পুজো। কোভিড-১৯ পরিস্থিতিতে পালন করা যায়নি অনেক উৎসবই। এখন যখন পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে, তখন শুরু হয়েছে উৎসবের প্রস্তুতিও।

কুন্তল চক্রবর্তী

কুমোরটুলিতে বিশ্বকর্মা প্রতিমা তৈরিতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। চলছে তা বিক্রির প্রস্তুতিও। একইসঙ্গে মহালয়া মানে, মাতৃ আরাধনারও শুরুওয়াত।