এক নজরে

চাপে বিপ্লব দেব, মুখ্যমন্ত্রী থাকতে জনমতের আহ্বান করলেন

By admin

December 09, 2020

কলকাতা ব্যুরো: দলের অভ্যন্তরে ফাটল প্রকাশ্যে এলো। ‘বিপ্লব হটাও’ স্লোগানে মুখরিত রাজ্য বিজেপি। খোদ দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক বিনোদ সোনকরের উপস্থিতিতে এই স্লোগানের ধাক্কায় মুখ্যমন্ত্রী অত্যন্ত ব্যথিত বলেই জানালেন। সেই সঙ্গে তিনি ত্রিপুরাবাসীকে আহ্বান করলেন জনরায় দিতে।

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, আমি জনতার কাছে শুনতে চাই আপনারা আমাকে আর চাইছেন কী না? তিনি বলেন, আপনারা আসুন। আমি আগামী রবিবার আস্তাবল ময়দানে নিজে যাব। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে নিবেদন করছি, ওই দিন আপনারা আসুন। আমি শুনতে চাই আপনারা কী বলছেন? আমি থাকব না চলে যাব। সাংবাদিক সম্মেলনে বিপ্লববাবু বারবার দাবি করেন, তিনি জনতার রায় নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো নিয়মে কাজ করছেন। বিজেপি-আইপিএফটি জোট সরকারের আমলে রাজ্যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, কর্মসংস্থানের অগ্রগতি হয়েছে, ত্রিপুরার অগ্রগতি লক্ষ্যনীয় বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

এদিকে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই রাজ্য বিজেপির অন্দরমহলে ফাটল প্রকাশ্যে এসেছে। গত কয়েকমাস ধরেই বিজেপির বিধায়কদের বড় অংশ কখনও প্রকাশ্যে তো কখনও দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মুখ্যমন্ত্রীকে সরানোর দাবি করেছেন। বিদ্রোহী বিজেপি বিধায়কদের সংখ্যা বেশি। মুখ্যমন্ত্রীর পক্ষে থাকা বিধায়কদের সংখ্যা ক্রমেই কমছে। বিদ্রোহী বিধায়কদের মূল নেতা সুদীপ রায় বর্মণ। তিনি মুখ্যমন্ত্রীর কাজের ধরণ নিয়ে খোদ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ক্ষোভ দেখান।

মুখ্যমন্ত্রী পদে বিপ্লব দেব থাকলে বিজেপির প্রবল ক্ষতি। তিনি উল্টোপাল্টা অযৌক্তিক মন্তব্য করে দলকে হাস্যস্পদ করে তুলছেন। এমনই অভিযোগ করেছেন বিধায়কদের বড় অংশ। তাঁদের আরও অভিযোগ, মুখ্যমন্ত্রীর ভূমিকায় রাজ্যে বিজেপি জনসমর্থ হারাতে বসেছে। আগামী নির্বাচনগুলিতে এর প্রভাব মিলবে। তবে বিদ্রোহী বিধায়করা অবিলম্বে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সরাতে মরিয়া হয়ে উঠেছেন। এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে এবার মুখ্যমন্ত্রী নিজে জনরায় জানতে আস্তাবল ময়দানে সবাইকে আহ্বান জানালেন।