এক নজরে

আদানি আম্বানির কথা শুনছেন প্রধানমন্ত্রী : বিকাশ ভট্টাচার্য

By admin

September 25, 2020

কলকাতা ব্যুরো : কৃষি বিলের প্রতিবাদে আজ দেশজুড়ে কর্মসূচির ডাক অল ইন্ডিয়া কৃষক সভা ও অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ অর্ডিনেশন কমিটির। দিল্লির যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভ করে বামপন্থী দলগুলি।

সিপিএমের রাজ্য সভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে অসত্য কথা বলছেন মোদী। বলা হয়েছিলো, অর্থনীতি ভালো হবে। কিন্তু তার উল্টো ফল দেখা গেল। পরিযায়ী শ্রমিকরা রাস্তায় নেমে পড়েছেন যখন তখন তিনি দেখতে পাচ্ছিলেন না। উনি একমাত্র আদানি আম্বানির কথা শুনছেন। সমস্ত জাতীয় সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে। সিপিএম নেতা হান্নান মোল্লা জানান, আমাদের দেশের ৮৬ শতাংশ কৃষকের কাছে দু হেক্টরের কম জমি আছে । গরিবের সঙ্গে ধনির চুক্তি হলে গরিবের কোন শর্তই মানা হয় না।