কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলায় দুই রাজ্যের পুলিশের তাল ঠোকাঠুকিতে নতুন মাত্রা যোগ হলো আইপিএস অফিসার বিনয় তেওয়ারির ‘কোয়ারইন্টাইনে’। এ দিন রাতে পাটনা থেকে তদন্তের কাজে মুম্বাই পৌঁছলে মুম্বাই পুরসভা তাঁকে জোর করে ‘কোয়ারইন্টাইনে’ পাঠিয়ে দেয় বলে অভিযোগ।
বিহার পুলিশের ডিরেক্টর জেনারেল গুপ্তেশ্বর পাণ্ডে রবিবার গভীর রাতে ট্যুইটারে লেখেন, তদন্তের জন্য দল নিয়ে তিনি রাত ১১ টা নাগাদ মুম্বাই পৌঁছলে তাঁকে জোর করে কোয়ারইন্টাইনে পাঠিয়ে দেয় বিএমসি। বাইরে থেকে যাওয়ায় মুম্বাইয়ে ওই আইপিএসের হাতে স্ট্যাম্প মারার ছবিও ট্যুইটারে তুলে দেওয়া হয়। তিনি রাতে পৌঁছনোয় পর তাঁকে আইপিএস মেসেও থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে যে তদন্তের কাজে তিনি দলের নেতৃত্ব দিয়ে গিয়েছেন সেই কাজও তিনি করতে পারবেন না বলে আশঙ্কা বিহার পুলিশের ডিজি-র।
বিহারে সুশান্ত সিং রাজপুতের বাবা ছেলের মৃত্যুর পর অভিযোগ দায়ের করলে তদন্তে নামে বিহার পুলিশ। কিন্তু মুম্বাই পুলিশ তাঁদের প্রতিপদে হেনস্থা করছে, তদন্তে বাধা দিচ্ছে বলে অভিযোগ তোলে বিহার পুলিশ। এমনকি মুখ খোলেন ডিজিও। সুপ্রিম কোর্টেও জল গড়িয়েছে। সেই সংঘাতে বিনয় তেওয়ারির ঘটনা নতুন মাত্রা যোগ বলে মনে করছেন সিনিয়র আইপিএসরা।