এক নজরে

বিহার ভোটে তৃতীয়র দৌড়ে নীতিশের দল

By admin

November 10, 2020

কলকাতা ব্যুরো : ভোট গণনা মধ্যগগনে। এই মুহূর্তে বিহার নির্বাচনের ফলাফল অনুমান করা কঠিন। তবে ট্রেন্ড যা চলছে লড়াইয়ের ময়দানে পিছিয়ে রয়েছে মহাগোটবন্ধন। এরই মাঝে খুবই অপ্রত্যাশিত ভাবে ভালো ফল করছে বামেরা। গণনায় যা দেখা যাচ্ছে সিপিআই (এম এল ) ১৪ টি আসনে এগিয়ে রয়েছে সিপিআই এগিয়ে রয়েছে তিনটি আসনে এবং সিপিএম প্রার্থীরা দুটি আসনে। এগিয়ে মোট ১৯ টি আসনে এগিয়ে রয়েছে বামফ্রন্ট। বামফ্রন্ট প্রার্থীরা প্রার্থী দিয়েছিল মোট ২৯ টি আসনে। সে ক্ষেত্রে যদি এই ট্রেন্ড তারা ধরে রাখে তাহলে বিহারে অক্সিজেন পেতে চলেছে বামফ্রন্ট এবং পশ্চিমবঙ্গের ভোটের এর প্রভাব পড়তে চলেছে।

ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে মহাগোটবন্ধনে মতবিরোধ ছিল। বারবার টানাপোড়েন সামনে আশায় হস্তক্ষেপ করেন স্বয়ং লালু প্রসাদ যাদব। স্থির হয় আরজেডি কংগ্রেসের জোটে শামিল হবে তিন বাম দল সিপিআইএম, সিপিআই। এর মধ্যে লিবারেশন প্রার্থী দেয় ১৯ টি আসনে। সিপিআই এবং সিপিএম প্রার্থী দেয় চারটি আসনে।

এখনো যা ট্রেন্ড তাতে তৃতীয় স্থানে এখনো দাড়িয়ে নীতীশ কুমারের দল। সে অবস্থায় কি করে তিনি মুখ্যমন্ত্রী র দায়িত্ব সামলাবেন তাত নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও বিজেপি এখনো জানিয়ে দিয়েছে, এন ডি এ জিতলে মুখ্যমন্ত্রী হবেন নীতীশই।