কলকাতা ব্যুরো: আজ ভোরে বিধাননগর পুরসভার ৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোস মারা গেলেন। তাঁর করোনা ধরা পড়েছিল। তিনি করোনা আবহে গোটা এলাকায় ঘুরে নাগরিকদের জন্য কাজ করছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে তিনি সামনে থেকে কাজ করায় সহকর্মী হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন মমতা ট্যুইটারে বার্তায় সুভাষবাবুর আত্মার শান্তি কামনা করে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা।