এক নজরে

বিপুল ভোটে জিতে পুনরায় আসানসোলের মেয়র তৃণমূলের বিধান উপাধ্যায়

By admin

August 24, 2022

কলকাতা ব্যুরো: আসানসোল পুর নিগমের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় মেয়র হলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়৷ এই জয়কে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় বলেই দাবি করেছেন তিনি৷গত ২১ অগস্ট আসানসোল পৌরনিগমের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার ছিল ভোটগণনা ৷ তবে এদিন শুরু থেকেই ছবিটা স্পষ্ট হয়ে উঠছিল। আর গণনার শেষে প্রত্যাশিত ভাবেই জয় এল তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের ঝুলিতে৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সুভাশিস মণ্ডলকে ৫ হাজার ৪৭৭ ভোটে পরাজিত করেছেন তিনি। শুভাশিস মণ্ডল পেয়েছেন ১২০৬টি ভোট। আসানসোল পুর উপনির্বাচনে মোট ভোট পড়েছিল ৮৪৫৭টি । বিজেপি তৃতীয় স্থানে চলে গিয়েছে এই নির্বাচনে। বিজেপি প্রার্থী শ্রীদীপ চক্রবর্তী ৪৮৫টি ভোট পেয়েছেন। আর কংগ্রেস প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায় মাত্র ৮৩টি ভোট পেয়েছেন।জয়ের পর প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধান উপাধ্যায় জানিয়েছেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। এই জয়ের জন্য জামুড়িয়াবাসীকে অশেষ ধন্যবাদ৷ উন্নয়নের জন্যই এই বিপুল জয় সম্ভব হয়েছে।