এক নজরে

ফাইনালে হার, তবু প্যারালিম্পিকসে ইতিহাস গড়ে দেশের জন্য রুপো আনলেন ভাবিনা

By admin

August 29, 2021

কলকাতা ব্যুরো: ফাইনালে হার, তবু প্যারালিম্পিকসের ইতিহাস গড়ে দেশের জন্য রুপো আনলেন ভাবিনাবেন প্যাটেল। চিনের ঝৌ ইংয়ের বিরুদ্ধে ফাইনালে স্ট্রেট গেমে হেরে সোনা হাতছাড়া হল ভাবিনাবেনের। তিনটি গেমেই হেরে যান ভারতীয় তারকা ৷ খেলার ফল দাঁড়ায় ৭-১১, ৫-১১, ৬-১১।

কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল দাপটে জিতলেও এদিন চিনের বিশ্ব সেরা তারকার সামনে দাঁড়াতে পারেননি ভাবিনা ৷ প্রথম সেটে ৭-১১ ফলাফলে হেরে যান ৷ দ্বিতীয় সেটেও দক্ষতার সঙ্গে ১১-৫ ব্যবধানে জিতে নেন ঝৌ ইং ৷ তৃতীয় সেটের শুরুতে ভাবিনা কিছুটা লড়াই করেন ৷ এক সময় এই সেটের স্কোর ছিল ৫-৫ ৷ কিন্তু শেষ পর্যন্ত ঝৌ ইংয়ের পক্ষে ১১-৬ ফল হয় ৷

গুজরাতের ভাবিনা হাসমুখভাই প্যাটেল সোনা জিততে না পারলেও বলা বাহুল্য, ইতিহাস গড়েছেন ৷ প্যারালিম্পিকসে টেবিল টেনিসে তাঁর সৌজন্যেই প্রথমবার পদক জিতল ভারত ৷ এইসঙ্গে টোকিয়ো প্যারালিম্পিকস থেকে এটাই দেশের প্রথম পদক।

অন্যদিকে বহু বছর পর এবছরই পদক জিতেছে ভারতীয় হকি দল৷ এই সাফল্যই কিংবদন্তি ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ বললেন প্রধানমন্ত্রী ৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, এবছর প্রায় ৪০ বছর পর আমরা অলিম্পিক্সে হকিতে পদক জিতেছি। আপনারা অনুমান করতে পারছেন, আজ মেজর ধ্য়ান চাঁদ থাকলে কী খুশিটাই না হতেন। আজ আমরা যুবসমাজের মধ্যে খেলাধুলোর প্রতি ভালোবাসা দেখছি। খেলার প্রতি এই আবেগের মাধ্যমেই মেজর ধ্যান চাঁদকে সবেথেকে বেশি শ্রদ্ধা জানানো হচ্ছে।

টেনিস তারকা ভাবিনাবেন প্যাটেলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ বাদ যাননি লিটল মাস্টার সচিন তেন্ডুলকর ৷

ভাবিনাবেন পটেলের এই রুপো জেতা বহু খেলোয়াড়কে ও খেলাপ্রেমীকে উৎসাহিত করবে৷ তোমার অনবদ্য দৃঢ়তা আর দক্ষতা ভারতকে গৌরবান্বিত করেছে ৷ টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, এই ঐতিহাসিক জয়ের জন্য আমরা অত্যন্ত গর্বিত৷ ভাবিনা প্যাটেলকে রুপো জেতার জন্য আন্তরিক অভিনন্দন জানাই৷ ভবিষ্যতে তোমার সব প্রচেষ্টা সফল হোক ৷

ভাবিনার সাফল্যে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর টুইট করলেন, জাতীয় ক্রীড়া দিবসে সবার জন্য এটা দারুণ খবর ! ভাবিনা প্যাটেলকে রুপো জেতার জন্য শুভেচ্ছা ৷ এটা একটা ঐতিহাসিক প্রাপ্তি! ক্রীড়া প্রতিযোগিতায় জেতা প্রতিটি মেডেল লক্ষ লক্ষ মানুষকে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও বেশি করে জেতার বীজ বপন করবে৷ প্যারালিম্পিক্সে এটা একটা দারুণ শুরু৷