এক নজরে

বৈদিক ভিলেজে বঙ্গ বিজেপির ৩ দিনের প্রশিক্ষণ শিবির

By admin

August 29, 2022

কলকাতা ব্যুরো: সোমবার থেকে শুরু হচ্ছে বঙ্গ বিজেপির তিন দিনের প্রশিক্ষণ শিবির। সোমবার থেকে শুরু হয়ে ৩১ অগস্ট পর্যন্ত এই শিবির চলবে। প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন প্রায় সাড়ে তিনশো প্রতিনিধি। দিল্লি থেকেও আসছেন প্রতিনিধিরা।

সূত্রের খবর, সোমবারের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ, সর্ব ভারতীয় মুখ্য প্রবক্তা, রাজ্যের অবজারভার পাশাপাশি উপস্থিত থাকবেন সারা দেশের প্রশিক্ষণ শিবিরের যিনি প্রধান। রাজ্য থেকে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের মতো নেতৃত্ব।

আরএসএস-এর কিছু নিজস্ব নিয়মাবলী রয়েছে। এই নিয়ম-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যাঁরা নতুন বিজেপিতে এসেছেন অথবা অন্যদল ছেড়ে যাঁরা বিজেপিতে যোগদান করেছেন তাঁরা যাতে সেই শৃঙ্খলা বজায় রাখতে পারেন তারই পাঠ পড়ানো হবে এ দিন।

সূত্রের খবর, এই প্রশিক্ষণ শিবিরের আলোচনার মধ্যে থাকবে নরেন্দ্র মোদী সরকারের সাফল্য, সংগঠন পরিচালনার ক্ষেত্রে দলের কর্তব্য, কর্মীদের নিয়ম-শৃঙ্খলা বজায় ও দলের মধ্যে ঐক্যের বাতাবরণ সৃষ্টি করে একসঙ্গে কাজ করে দল কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টিও।

আজ দুপুর ২ টো থেকে এই শিবির শুরু হবে। সকাল এগারোটার মধ্যে প্রত্যেককে ঢুকতে বলা হয়েছে। শেষ হবে ৩১ তারিখ। এই তিনদিন কেউ বাইরে বের হতে পারবেন না। প্রত্যেককেই থাকতে হবে বৈদিক ভিলেজে।

আজ নিউটাউনে প্রাতঃভ্রমণের সময় এই প্রশিক্ষণ শিবির নিয়ে প্রতিক্রিয়া দেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বলেন, প্রশিক্ষণ শিবির ভারতীয় জনতা পার্টিতে সারা বছর চলতে থাকে। সারা দেশ জুড়ে হয়। এটা একটা প্রক্রিয়া। কার্যকর্তাদের বিচারধারা আদর্শবাদের পাঠ‌ পড়ানো হবে এই স্কুলে।