এক নজরে

বিচারককে হুমকি চিঠির জের

By admin

August 25, 2022

কলকাতা ব্যুরো: আসানসোল সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি প্রসঙ্গে এবার পুলিশি জেরার সম্মুখীন হলেন অভিযুক্ত বাপ্পা চট্টোপাধ্যায়। আসানসোল পুলিশের একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদ করে। তবে বাপ্পা চট্টোপাধ্যায় নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। বুধবার সকাল ১১টা নাগাদ আসানসোল পুলিশের একটি দল তাঁর কাছে যায়। হুমকি চিঠি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। বেশ কয়েকজনের টিম থাকলেও দু’জন পুলিশকর্মী তাঁকে জিজ্ঞাসাবাদ করে বলে জানিয়েছেন বাপ্পা।

বিষয়টি নিয়ে বাপ্পা চট্টোপাধ্যায়ের তরফে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের তরফে পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। বাপ্পার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই নিয়ে সংগঠনের তরফে এই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তির দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিচারককে হুমকি চিঠি প্রসঙ্গে আগেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন খোদ অনুব্রত মণ্ডলই। প্রথম থেকে এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন অনুব্রত মণ্ডল।