কলকাতা ব্যুরো: বাসন্তী থানা এলাকায় মাতলা নদীতে নৌকাডুবিতে দু’জনের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে থেকে তল্লাশি চালিয়েও সবাইকে খুঁজে পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে খবর।
এক নাগাড়ে বৃষ্টি, বজ্রপাতের জন্য যুদ্ধকাজেও বিঘ্ন ঘটছে। বৃহস্পতিবার বিকেলে সোনাখালীর মুগাখাল ঘাটেত কাছেই ২২ জন যাত্রী নিয়ে একটি নৌকা উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা সবাইকে উদ্ধার করলেও এখনও পর্যন্ত ৫০ বয়স্ক এক ব্যক্তি সহ এক শিশুর হদিশ মেলেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোজদের খোঁজে তল্লাশি চলছেন। টানা বৃষ্টি আর ভরা কোটালের জেরে সুন্দরবনের নদীগুলির এখন ভয়াবহ অবস্থা। প্রবল জলোচ্ছ্বাসে ফুঁসছে নদীগুলি। কোথাও নদীতে ঘূর্ণিতে নৌকো চলাচল আরো বিপজ্জনক হয়ে উঠেছে।