এক নজরে

পরীমণির রাজ-যোগ

By admin

August 10, 2021

কলকাতা ব্যুরো: রাজ কুন্দ্রার পর্ণ ফিল্ম কেচ্ছা ছুঁয়ে ফেললো প্রতিবেশী বাংলাদেশকেও। সেখানকার নায়িকা পরীমণিকে নিয়ে এখন গরম সে দেশের বাজার। একা পর্নে রক্ষে নেই, সঙ্গে তাঁর আবার দোসর মাদক। আর তারই সঙ্গে এই নায়িকার ঘনও ঘন বিদেশ যাত্রা, সঙ্গে দেশের কোনো রাজনীতিক থেকে ব্যাংক কর্তা বা প্রভাবশালীর নাম জড়ানো- এখন জোর আলোচনা তাঁকে নিয়ে। আর তরুণী এই সুন্দরীর বিদেশে গিয়ে প্রভাবশালীদের সঙ্গে দামী দামী হোটেলে রাত কাটানো, রোলস রয়েসের মত এলিট গাড়ি উপহার বাগানোর খবরে এখন সরগরম খুলনা থেকে চট্টগ্রাম। এমনকি বিদেশে থাকা বাংলাদেশী থেকে এই বঙ্গেও এখন কুন্দ্রা কাণ্ডের পর হট কেক পরীমণি। তার কতটা সত্যি আর কতটা জল তা মেপে দেখার সময় বা ইচ্ছে ততটা নেই। সবাই এখন রহস্য গল্পের পাতা ওল্টানোর মতো পরীমণিকে নিয়ে নতুন গল্প গিলছে। যৌনতার এই রগরগে গল্পে যেন ফ্রি মিলছে প্রভাবশালীদের নাম।

প্রসঙ্গত, বেশকিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। আপাতত তিনি বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর হেফাজতে। মাদক নিয়ন্ত্রক আইনের আওতায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। পাশাপাশি সিনে জগতের আড়ালে নিষিদ্ধ পর্ন ব্যবসায় তিনি নাম লেখান বলে অভিযোগ। অঢেল টাকার নেশা তাকে টেনে নামায় অন্ধকার জগতে। অবশ্য পরী একা নন। সম্প্রতি গ্রেফতার বাংলাদেশের মডেল পিয়াসা সহ ঢাকার শোবিজ তারকাদের অনেকেই। চক্রের বেশ কয়েকজন মাদক ও অস্ত্র কারবারের সঙ্গেও জড়িয়ে পড়েছেন বলে খবর। 

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩০টিরও বেশি বিদেশি মদের বোতল ও এলএসডি নেশা করার জন্য ব্লটিং কাগজ ও কিছু মাদক। শুধু অভিনেত্রীকেই নয়, বুধবার আটক করা হয় অভিনেত্রীর গাড়ির চালক ও বাড়ির এক কর্মীকেও। পরীমণির আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ১৯৯২ সালের ২৪ অক্টোবর বাংলাদেশের সাতক্ষীরা জেলার নড়াইলে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

২০১৫ সালে পরীমণির প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’। সেখানে তাঁর খোলামেলা পোশাক, সাহসী মন্তব্যের কারণে বাংলাদেশে তিনি তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছেন খুব তাড়াতাড়ি। তবে ধীরে ধীরে রাজনীতিবিদ থেকে শুরু করে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকতে শুরু করেন। এরমধ্যে বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া, বেপরোয়া জীবনযাপন তাঁর জীবনে কাল হয়ে আসে।

এছাড়া নেটদুনিয়ায় পরীমণির নামে একাধিক পর্ন ভিডিয়ো পাওয়া যায়। তার মধ্যে নির্দিষ্ট একটি ভিডিয়োতে দেখা যায়, পরীমণির মতো দেখতে এক মহিলা ভিডিয়ো চ্যাটে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। সেই ভিডিয়ো চারদিকে ছড়িয়ে পড়ে, যদিও তা পরীমণির কিন্তা তা এখনও প্রমাণিত নয়। তবে নেটাগরিকদের মতে ওই ভিডিওটি পরীমণির।

সূত্র বলছে, কয়েকটি ব্যাংকে পরীর মোটা অঙ্কের টাকা রয়েছে। যার বেশিরভাগই তিনি পেয়েছেন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে। টাকার নেশা তাকে ছাড়ে না। একপর্যায়ে নাম লেখান পর্নোগ্রাফির নিষিদ্ধ জগতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (র‍্যাব) সূত্রে জানা যায়, পরীমণি নিজের বিলাসবহুল গাড়িটি ব্যাংক লোন অথবা ক্যাশ টাকা দিয়ে কেনননি। দেশের একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কের ভিত্তিতে পরীমণি তার কাছ থেকে গাড়িটি উপহার হিসেবে পেয়েছেন।

জিজ্ঞাসাবাদে পরীমণি জানিয়েছে, ওই কর্মকর্তার সঙ্গে তার বিশেষ সখ্য রয়েছে। করোনার মধ্যেই ওই ব্যক্তির সঙ্গে দুবাই ভ্রমণে যান তিনি। সূত্র মারফৎ জানা গিয়েছে, পরীমণির সঙ্গে সম্পর্ক থাকা ওই ব্যাংক চেয়ারম্যানের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিনিও নজরদারিতে রয়েছেন। এছাড়া ওই ব্যাংকে পরীমণির বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে। সেগুলো ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানা গেছে।

গ্রেফতারের পর পরীমণির মোবাইল ফোনটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সেখানে অনেক ভিআইপি ব্যক্তি ও শিল্পপতিদের সঙ্গে তার যোগাযোগ ও বিশেষ সম্পর্ক থাকার অনেক তথ্য-প্রমাণ রয়েছে। অনেকের সঙ্গে তার নিয়মিত কথোপকথনের প্রমাণও পাওয়া গেছে। এসব ব্যক্তিরা সমাজের উঁচু স্তরের। সম্প্রতি ঢাকার গোয়েন্দা পুলিশ-ডিবি’র গুলশান বিভাগের এডিসি হিসেবে কর্মরত গোলাম সাকলায়েন শিথিল নামে এক উচ্চপদস্থ কর্তার সঙ্গে জড়িয়ে যায় অভিনেত্রীর নাম। তাদের বিষয়েও খোঁজ-খবর করা হচ্ছে। এছাড়া আন্ডারওয়ার্ল্ডের অনেক সন্ত্রাসীকে অর্থের বিনিময়ে ‘বিশেষ সঙ্গ’ দিতেন তিনি।

গোয়েন্দাদের প্রাথমিক ধারণা প্রথমত টাকা ও পরবর্তীকালে মাদকের নেশায় আসক্ত হয়েই এমন জগতে পা বাড়ান সুন্দরী এই অভিনেত্রী। টাকার নেশা আর গগণচুম্বী প্রত্যাশাই মাথা ঘুরিয়ে দিয়েছিল পরীর।

তবে সিনেপ্রেমীদের মধ্যে গুঞ্জন চিত্রনায়িকা পরীমণি এমন এক সময়ে গ্রেফতার হলেন যখন পর্ণকাণ্ডে টালমাটাল বলিউডও। শিল্পা শেঠীর স্বামী রাজকুন্দ্রা গ্রেফতারের পর বলিউড সিনেজগতে সমালোচনার ঝড় বইছে। গত ১৯শে জুলাই রাতে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। তাঁর বিরুদ্ধে পর্ন ভিডিয়ো তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এই মুহূর্তে জেল হেফাজতেই রয়েছেন রাজ।