এক নজরে

#ChittagongFire: চট্টগ্রামে রাসায়নিক গুদামে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪০

By admin

June 05, 2022

কলকাতা ব্যুরো: চট্টগ্রামের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে৷ তাঁদের মধ্যে ৮ জনই দমকল কর্মী৷ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডিউটিতে থাকা এক পুলিসকর্মী জানিয়েছেন, সকাল থেকে ৪০টি মৃতদেহ মর্গে এসেছে। অধিকাংশ দেহ ঝলসে গিয়েছে, চেনার উপায় নেই৷ মৃতদেহগুলি শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করতে হবে।

শনিবার রাতের অগ্নিকাণ্ডের পরই চট্টগ্রামের সব হাসপাতালের চিকিৎসকদের ছুটি বাতিল করে দেয় হাসিনা সরকার৷ সরকারি-বেসরকারি সব হাসপাতালেই জখমদের চিকিৎসা চলছে৷ সিএমএইচ, পার্ক ভিউ, ন্যাশনাল হাসপাতাল ও মেট্রোপলিটনে রোগী ভর্তির জায়গা নেই৷ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে৷ চট্টগ্রামের স্বাস্থ্য ও পরিষেবা দফতরের প্রধান ইস্তাকুল ইসলাম জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ৪৫০ জন জখম হয়েছেন৷ অনেকের অবস্থা আশঙ্কাজনক৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে৷

ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ মাইনউদ্দিন জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে দমকলের পাঁচ কর্মী নিহত হয়েছেন৷ আহত হয়েছেন ২১ জন। তাঁদের চিকিৎসা চলছে সিএমএইচে৷ কয়েকজন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ অগ্নিকাণ্ডে নিহত দমকল কর্মীর মধ্যে একজনের নাম মনিরুজ্জামান (৩২)৷ বাকিরা হলেন—মোমিনুল হক, মহিউদ্দিন, হাবিবুর রহমান ও রবিউল আলম৷ চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, ‌‘ফায়ার সার্ভিসের সব ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে তীব্রতা কিছুটা কমেছে৷ এরই মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ সেই সঙ্গে জলের সংকট দেখা দিয়েছে৷

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা প্রশাসনের উপজেলা প্রকল্প কর্মকর্তা মহম্মদ আলমগীর জানান, কন্ট্রোল রুমের মাধ্যমে হতাহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিপোতে আমদানি-রফতানির বিভিন্ন মালবাহী কন্টেনার ছিল। ডিপোর কন্টেনারে রাসায়নিক ছিল, বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় হতাহত হয়েছে বেশি।

এ দিকে অগ্নিকাণ্ডে নিহতের সৎকার ও আহতদের চিকিৎসায় বাংলাদেশ সরকার এক কোটি টাকা বরাদ্দ করেছে৷ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রক এই অর্থ বরাদ্দ করেছে৷ বিস্ফোরণ-অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷