এক নজরে

#Presidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনে সারা দেশে ভোট পড়লো প্রায় ৯৯ শতাংশ

By admin

July 19, 2022

কলকাতা ব্যুরো: শেষ হল ১৫তম রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election)। দেশের ২৮টি রাজ্যের বিধায়ক এবং সাংসদরা নিজেদের পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে গোপন ব্যলটের মাধ্যমে ভোট দিলেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটাভুটির প্রক্রিয়া। আগামী ২১ জুলাই দিল্লিতে ভোট গণনা। তারপরেই ঘোষণা করা হবে ফলাফল। আগামী ২৫ জুলাই শপথ গ্রহণ করবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি।

সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে সারা দেশে ৯৮.৯০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন রাতে জানিয়েছে, মোট ভোটার ছিলেন ৪৭৯৬ জন। কেন্দ্র শাসিত অঞ্চল (Presidential Election) পুদুচেরি-সহ ১১ টি রাজ্যে ১০০ শতাংশ ভোট পড়েছে। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট নেওয়া হয়। কমিশন জানিয়েছে, ছত্তীশগড়, গোয়া, গুজরাত, হিমাচলপ্রদেশ, কেরল, কর্নাটক, মধ্যপ্রদেশ, মণিপুর, মিজোরাম, সিকিম, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ১০০ শতাংশ ভোট পড়েছে।

তবে সারাদিনের ভোটাভুটি শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ বিধানসভার স্ট্রং রুমে রাখা থাকবে ব্যালট বক্স। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভোরের বিমানেই ব্যালট বক্স পাড়ি দেবে দিল্লির পথে। কলকাতা পুলিশের কড়া নজরদারিতে বিধানসভা থেকে কলকাতা বিমানবন্দরে ব্যালট বক্সটি নিয়ে যাওয়া হবে।
কমিশন সূত্রে খবর, ব্যালট বক্সটি কলকাতা থেকে নিয়ে যাবেন ডেপুটি ইলেকশন আধিকারিক সুমন্ত রায়। পাশাপাশি সঙ্গে থাকবেন এআরও সুপ্রতিম ভট্টাচার্য এবং বিধানসভার ওএসডি অরবিন্দ পঞ্চাধ্যায়। এছাড়াও যাবেন বিধানসভার আধিকারিক সোমদেব চট্টোপাধ্যায়।

এদিন রাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী ছিলেন দ্রৌপদী মুর্মু। বিরোধী জোটের প্রার্থী ছিলেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা। যশবন্তের অভিযোগ, এই ভোটেও বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে। সরকারি এজেন্সিগুলিকে কাজে লাগানো হয়েছে। টাকার বিনিময়ে ক্রস ভোটিং করা হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য বিরোধী প্রার্থীর অভিযোগ খারিজ করে দিয়েছেন।