এক নজরে

বজরং-এর হাত ধরে কুস্তিতে দ্বিতীয় পদক

By admin

August 07, 2021

কলকাতা ব্যুরো: টোকিও অলিম্পিক্সের কুস্তিতে ভারতের অন্যতম আস্থাভাজন ছিলেন তিনি। আর প্রত্যাশামতো সেই আস্থাকে বাস্তবায়িত করলেন হরিয়ানার ভূমিপুত্র বজরং পুনিয়া। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে যাওয়ায় সোনা ও রুপোর দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন আগেই। তবে ব্রোঞ্জ জিতে দেশবাসীর প্রত্যাশা পূরণ করলেন বজরং।

ব্রোঞ্জ মেডেল বাউটে বজরং ৮-০ ব্যাবধানে পরাজিত করলেন বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয়ী কাজাখাস্তানের কুস্তিগীর দৌলত নিয়াজবেকভকে। কাজাখ কুস্তিগীর বজরংয়ের কাছে একদমই অপরিচিত প্রতিপক্ষ নন। কেননা, মাস দু’য়েক আগেই তাঁকে পরাজিত করেছেন পুনিয়া। তবে ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দৌলতের বিরুদ্ধে সেমিফাইনালে হারতে হয়েছিল বজরংকে। অবশেষে অলিম্পিক্সের আসরে সেই হারের মধুর প্রতিশোধ নিলেন পুনিয়া।

শনিবার ব্রোঞ্জ মেডেল বাউটের ফার্স্ট পিরিয়ডে ২-০ পয়েন্টে এগিয়ে থাকেন বজরং। তিনি দু’বার এক পয়েন্ট করে সংগ্রহ করেন। সেকেন্ড পিরিডয়েও খাতা খুলতে পারেননি কাজাখ কুস্তিগীর। বজরং সেখানে সেকেন্ড পিরিয়ড থেকে তুলে নেন আরও ৬ পয়েন্ট (২+২+২)।

এদিন জয়ের পরেই উচ্ছ্বসিত হয়ে টুইট করে শুভেচ্ছা জানান হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি দেশের ছেলের সাফল্যের জন্য আড়াই কোটি টাকা পুরস্কার ও সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ব্রোঞ্জ পদক জয়ের পরই শুভেচ্ছা আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টুইটারে অভিনন্দন জানিয়ে মোদী জানালেন, বজরং পুনিয়ার সাফল্যে প্রত্যেক ভারতীয় গর্ববোধ করছেন। মোদী টুইটারে আরও লেখেন, ‘টোকিও অলিম্পিক্স থেকে দুরন্ত খবর আসছে। দুর্দান্ত লড়াই করেছেন বজরং পুনিয়া। সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন। যা প্রত্যেক ভারতীয় গর্বিত এবং আনন্দিত করে তুলেছে।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অলিম্পিকে পদকজয়ী দেশের এই কুস্তিগীরকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘চলতি অলিম্পিকে বজরং পুনিয়া ব্রোঞ্জ পদক জয় করেছেন। ওনার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।’ সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘তোমার জেদ এবং প্যাশন সত্যিই সবাইকে অনুপ্রাণিত করবে। অসাধারণ একটা কৃতিত্ব অর্জন করলে তুমি, গোটা দেশ তোমার উপরে গর্বিত।’

এছাড়া কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর কিরেণ রিজিজুও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।