এক নজরে

কলকাতার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে বাবুল

By admin

August 24, 2020

কলকাতা ব্যুরো: সাধারণভাবে ১৬৯০ সালের ২৪ আগস্টকেই কলকাতার জন্মদিন ধরেন অনেকে। জন্মদিন উপলক্ষ্যে কল্লোলিনী তিলোত্তমাকে শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এর জন্য তাঁকে আইনি নোটিশ পাঠাচ্ছেন সাবর্ণ রায় চৌধুরী পরিবারের বংশধরেরা।

এ নিয়ে অবশ্য বিতর্কটি পুরানো। অনেক দলিল দস্তাবেজ ঘেঁটে এই দিনটিকে নির্দিষ্ট করা হয়েছিলো কলকাতার জন্মদিন হিসেবে। কলকাতার ৩০০ বছর উপলক্ষ্যে সত‍্যজিৎ রায় একটা লোগোও বানিয়েছিলেন। কলকাতার ইতিহাস, পরিবেশ, সংস্কৃতির দলিল হিসেবে তৈরি করা হয়েছিল বেশ কিছু নথিও। কিন্তু সাবর্ণ চৌধুরীর বংশধরেরা মামলা করেন এই মর্মে যে কলকাতা নামটা আগেই ছিল। ইংরেজরা সুতানুটি আর গোবিন্দপুর গ্রামদুটিকে এর সঙ্গে জুড়ে নিয়েছিল। কাজেই কলকাতার জন্ম বহু আগে, হঠাৎ করে তিনশো বছর বলা যাবে না। আদালত সাবর্ণ চৌধুরীরদের যুক্তিতে মান‍্যতা দেয়।