কলকাতা ব্যুরো: বাবরি মসজিদ ধ্বংসের পরে মুখ্যমন্ত্রীত্ব খোয়ালেন বিজেপি নেতা কল্যাণ সিং। ১৯৯৩ সালের ২ ফেব্রুয়ারি কলকাতায় একটি সভা করেন উত্তর প্রদেশের প্রাক্তন ওই মুখ্যমন্ত্রী।
সেখানে তাঁর হিন্দি ভাষণে তিনি বলেন, ওই ঘটনার (বাবরি ধ্বংস) জন্য আমি কোনোভাবেই অনুতপ্ত নই। বরং আমি মনে করি, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে ওই দুরূহ কাজ মাত্র পাঁচ ঘন্টায় সম্ভবপর হতো না। আমরা যদি কোনো লেবার কন্ট্রাক্টরকেও এ কাজের দায়িত্ব দিতাম তবে সে ও অন্তত দেড় মাস সময় নিতো।