কলকাতা ব্যুরো: ৬ ডিসেম্বর, ১৯৯২। কর সেবকদের হাতে ধংস হলো অযোধ্যার বাবরি মসজিদ। যে ঘটনার পর প্রায় প্রতিটি জনসভাতেই বিজেপিকে ‘ অসভ্য, বর্বর’ বলে প্রকাশ্যে তোপ দাগতে লাগলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। যা নিয়ে ক্ষোভ ছিল দেশের পরবর্তী সময়ের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়িরও। কেন তিনি বিজেপি -কে অসভ্য, বর্বর বলেন? সরাসরি বসুর কাছে এ কথা জানতে চেয়েছিলেন খোদ বাজপেয়ি।
কি ছিল জ্যোতি বসুর উত্তর ? বাবরি ধ্বংস নিয়ে গঠিত লিবারহ্যান কমিশনে সে কথা জানিয়েছিলেন বসু। তিনি বলেছিলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি কলকাতায় আমার সঙ্গে দেখা করেছিলেন (২০ মার্চ, ১৯৯৯)। উনি আমার কাছে জানতে চেয়েছিলেন, কেন আমি বিজেপি-কে অসভ্য, বর্বর বলি! আমি বললাম, সাধারণভাবে আমি কারোর নাম নিয়ে কিছু বলি না।
কিন্তু যেভাবে বাবরি মসজিদ ভাঙা হলো তাকে আমি একটি বর্বরোচিত কাজ বলে মনে করি। কিভাবে তা ঘটলো ? একে আমি অন্য কি বলবো ? উনি বললেন, ওটা পরিকল্পিত ভাবে ঘটেনি, দুর্ঘটনা। আমি ওনাকে বললাম, তাহলে কল্যাণ সিংহ-র ভাষণের কথা। উনি চুপ করে রইলেন।