এক নজরে

কয়লা কাণ্ডে ফেরার বিনয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে শুভেন্দুর

By admin

September 02, 2022

কলকাতা ব্যুরো: শুক্রবার ইডির দপ্তর থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ৮ মাস আগে কয়লা ও গরু পাচার কাণ্ডে জড়িত বিনয় মিশ্রের সঙ্গে ফোনে কথা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতার। মিথ্যে বললে তাঁর বিরুদ্ধে শুভেন্দুকে মানহানির মামলা করার চ্যালেঞ্জও ছুঁড়ে দেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র দ্বীপরাষ্ট্রে রয়েছেন। ৮ মাস আগে ফোনে ওর সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী। বলেছেন কেস আমি দেখে নেব। আদালত চাইলে অডিও ক্লিপ জমা দিতে রাজি। প্রয়োজন হলে অডিও ক্লিপের ফরেন্সিক পরীক্ষা হোক। প্রমাণ করুন ৫ পয়সা নিয়েছি। কাচের ঘরে বসে ঢিল মারবেন না। আমি মিথ্যে বললে শুভেন্দু মানহানির মামলা করুন।

এরপর আরও সুর চড়িয়ে অভিষেকের হুঁশিয়ারি, ডিসেম্বরে বিরোধী দলনেতা পদটিও থাকবে না শুভেন্দুর। এদিনও আরও একবার অভিষেক দাবি করেন, পাচারের টাকা অমিত শাহর কাছে গিয়েছে। কেন বিএসএফ গরু পাচার রুখতে পারল না সে প্রশ্নও ছুঁড়ে দেন তিনি।

জানা গিয়েছে, প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুরে নাগরিকত্ব নিয়ে সেখানেই গা ঢাকা দিয়েছে বিনয়। সিবিআইয়ের দাবি, ওই রাষ্ট্রের নাগরিক হওয়ায় বিনয় ভারতীয় দূতাবাসে নিজের পাসপোর্ট জমা দিয়েছে।