এক নজরে

#StockMarket : দুর্বল বৈশ্বিক সংকেত পার্শবর্তী Share Market

By admin

July 13, 2022

Mainak sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

এখনো দুর্বল বৈশ্বিক সংকেত আবার পরবর্তীতে মার্কিন মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশের আগে ভয় সপ্তাহের তৃতীয় দিনেও নিচের দিকে পড়লো বাজার (Share Market)। তবে আজ ১৬০০০ র নিচেই বন্ধ হয় নিফটি। ৯১.৬৫ পয়েন্ট কমে ১৫৯৬৬ র ঘরে বন্ধ হয় নিফটি। একই সাথে ৩৭২ পয়েন্ট কমে ৫৩৫১৪ র ঘরে এসে বন্ধ করে সেনসেক্স।

ভারতীয় শেয়ারগুলি ইতিবাচক শুরু হলেও পরে আসতে থাকা খবর যেমন শিল্প উৎপাদনের সূচক এপ্রিলের ৭ .১ শতাংশ থেকে মে মাসে ১৯ .৬ শতাংশে উন্নীত হওয়ার পরে এবং ভোক্তা মূল্য সূচকটি মে মাসে ৭ .০৪ শতাংশ থেকে জুনে ৭ .০১ শতাংশে অনেকটাই অপরিবর্তিত ছিল ফলে দ্বিতীয়ার্ধে আইটি এবং তেল ও গ্যাসের স্টক্যে বিক্রি র ফলে নিচের দিকেই এগোতে শুরু করে বাজার।

বাজার তার পরেও নিজেকে সামলে নিতে চাইলেও করোনা ভাইরাস মোকাবিলায় চীনের বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তও বিনিয়োগকারীদের নার্ভাস করে তোলে ফলে সপ্তাহের তৃতীয় দিনেই ৫০ দিনের গড় রেখার নিচেই নেমে আসে নিফটি ও সেনসেক্স। এ ক্ষত্রে ১৬০০০ র উপরে আগামী দিনে বন্ধ হলেই তবে নিফটি যেতে পারে ১৬১০০ বা ১৬২০০ র দিকে।

অস্থিরতার সূচক ইন্ডিয়া ভিক্স আপাতত ২০ পয়েন্টার নিচেই রয়েছে ( ১৮ .৫২ )। যদিও বাজারের (Share Market) স্থিতিশীলতার জন্য এটি ১৮ -এর নিচে থাকতে হবে। ছোট ট্রেডিংয়ের জন্য ১৫ ,৮০০ এর লক্ষ্যে রাখা যেতে পারে এবং নিফটি ১৬ ,১৫০ এর উপরে বন্ধ না হওয়া পর্যন্ত উপরে যাওয়ার আশা করা উচিত নয়। ধারাবাহিক সংশোধনের পরিপ্রেক্ষিতে, অপশন ডেটা দ্বারা নির্দেশিত নিফটির জন্য ট্রেডিং এলাকা হতে পারে আগের ১৫ ,৭০০ -১৬ ,৫০০ স্তর থেকে ১৫ ,৭০০ -১৬ ,২৫০ -এ নেমে এসেছে।

ব্যাঙ্কিং সূচক ১৬০ পয়েন্টার ঝাঁপ দিয়ে শুরু করলেও তা শেষ অব্দি ধরে রাখতে পারেনি। পরে আসে ৩৪ ,৭৫৮। দিনের শেষে হেভিওয়েট ব্যাঙ্কিং স্টকগুলি বৃহত্তর বাজারগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ চাপের মুখোমুখি হয়ে ব্যাঙ্কিং সূচক ৩০৪ পয়েন্ট কমে ৩৪ ,৮২৮ এ বন্ধ হয়।

লাভ ক্ষতির হিসাবে IndusInd ব্যাঙ্ক, HDFC, ভারতী এয়ারটেল, HDFC ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ শীর্ষস্থানীয় নিফটি ক্ষতিগ্রস্থদের মধ্যে ছিল, আবার লাভবানদের মধ্যে রয়েছে Divis Labs, JSW Steel, HUL, Cipla এবং Asian পয়েন্টস।

এখনো পজেটিভ সেটআপ রয়েছে আদানি পাওয়ার লক্ষ হবে ৩৪৪। এস বি এই লাইফ ইনসুরাসিন্স লক্ষ হবে ১১৮০। এর সাথে ওয়াচ লিস্টে জুড়তে হবে Sansera ইঞ্জিনিয়ারিং কে। কিনতে হবে ৭২০ র দিকে , স্টপ লস হবে ৬৮৫, লক্ষ হবে ৭৬৯। বৈধতা আগামী ৭ থেকে ১৫ দিন।