এক নজরে

Derby: সবুজ মেরুন ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেলো লাল হলুদ

By admin

November 28, 2021

কলকাতা ব্যুরো: খাতায়-কলমে এগিয়ে থেকেই শনিবারের ডার্বিতে মাঠে নেমেছিল এটিকে মোহনবাগান। যদিও অতি বড় বাগান সমর্থকও ভাবেননি যে ম্যাচের প্রথম ২৩ মিনিটেই ডার্বির ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। গতবছর জোড়া ডার্বিতেই বাজিমাত করেছিল মোহনবাগান। সেই জায়গা থেকেই এবছর শুরু করেন রয় কৃষ্ণা-হুগো বুমোসরা ৷ গোটা ম্য়াচেই হতশ্রী পারফরম্যান্স মানোলো দিয়াজের ছেলেদের ৷

অন্যদিকে গোটা ম্যাচ জুড়ে মাঠে ফুল ফোঁটালেন জনি কাউকো, লিস্টন কোলাসোরা। ভাস্কোর তিলক ময়দানে এসি ইস্টবেঙ্গলকে ৩-০ হারালো এটিকে মোহনবাগান। এদিন ডার্বির উত্তাপের ছিঁটেফোঁটাও লাগেনি প্লেয়ারদের মধ্যে তা বোঝা গেলো। নতুন দল এবং নতুন কোচ হলেও পর্যাপ্ত প্রস্তুতি যে নেওয়া হয়নি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এটিকে মোহনবাগান। রীতিমতো লাল হলুদকে নিয়ে ছেলেখেলা করল হাবাসের ছেলেরা। ম্যাচের সেরা হলেন জনি কাউকো।

ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাক তিনটে বিভাগেই এদিন চূড়ান্ত ব্যর্থ লাল হলুদ শিবির। ম্যাচে মনে হচ্ছিল প্রতিটা প্লেয়ার একেকটা দ্বীপের মধ্যে দাঁড়িয়ে। এই দ্বীপ থেকে ওই দ্বীপ বল উড়িয়ে দিচ্ছেন। লং পাসে খেলে গেল পুরো দল। অন্যদিকে মোহনবাগান খেলছে দলগতভাবে। ছোটো পাসে খেলল সবুজ মেরুন। ৩-৫-২ ছকে সবুজ-মেরুনকে রুখে দেওয়ার ছক কষেছিলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেডস্যার।

তবে প্রথম ১১ মিনিটে লাল-হলুদের প্রেসিং ফুটবল দেখে মনে হয়নি দশ মিনিটে শেষ হয়ে যাবে ইস্টবেঙ্গল ডিফেন্স। ১২, ১৪ ও ২৩ মিনিটে রয় কৃষ্ণা, মনবীর সিং, লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন।

দ্বিতীয়ার্ধেও সেই চাপ বজায় রেখেছিল গঙ্গাপাড়ের ক্লাব। তবে ৩৩ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন লাল-হলুদ গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। যদিও তার আগেই কার্যত ইস্টবেঙ্গলের কফিনে পরপর পেরেক পুঁতে দেয় কৃষ্ণা, কোলাসোরা।