এক নজরে

ISL: কেরলকে উড়িয়ে আইএসএল অভিযান শুরু এটিকে মোহনবাগানের

By admin

November 19, 2021

কলকাতা ব্যুরো: দুরন্ত শুরু করলো এটিকে মোহনবাগান। এবারের আইএসএলের প্রথম ম্যাচেই আন্তোনিও লোপেজ হাবাসের দল গোয়ার মাঠে রং ছড়ালো। শুক্রবার রয় কৃষ্ণ, হুগো বুমোসরা ৪-২ গোলে ধরাশায়ী করলেন কেরল ব্লাস্টার্সকে।

আইএসএলের প্রথম সংস্করণে এই কেরল ব্লাস্টার্সকে হারিয়েই প্রথম বার খেতাব জিতেছিলেন হাবাস। তাঁর স্বদেশীয় হোসে মোলিনাও কেরলকে হারিয়েই চ্যাম্পিয়ন করেছিলেন কলকাতার দলটিকে। এবারের সংস্করণের প্রথম ম্যাচে কেরল ব্লার্স্টার্সকে দাঁড়াতেই দিল না এটিকে মোহনবাগান।

খেলার দ্বিতীয় মিনিটে বুমোস এগিয়ে দেন দলকে। বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন বুমোস। গোলকিপার অ্যালবিনোর সামনে দাঁড়ানো রয় কৃষ্ণ হেড দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু রয় কৃষ্ণের মাথার সঙ্গে বলের সংযোগই ঘটেনি।  কেরলের গোলকিপারও বলের গতিপথ বুঝতে পারেননি। যার ফলে শুরুতেই গোল পেয়ে যায় এটিকে মোহনবাগান।

এটিকে মোহনবাগানের খেলাতেও তারই প্রতিফলন ঘটে। বেশ কয়েকবার কেরলের পেনাল্টি বক্সে আক্রমণ তুলে আনে তারা। কেরলও অবশ্য এই সময়ে খোলস ছেড়ে বেরনোর চেষ্টা করে। ২৪ মিনিটে সমতা ফেরায় কেরল। ডান দিক থেকে প্রবীণের ভাসানো বলে বক্সের ঠিক উপর থেকে সেই বল রিসিভ করে জোরালো শটে কেরলের হয়ে সমতা ফেরান সাহাল।

এরপরই আবার ম্যাচের রাশ নিয়ে নেয় এটিকে মোহনবাগান। ২৭ মিনিটে পেনাল্টি থেকে ২-১ করেন এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণকে পেনাল্টি বক্সের ভিতরে ফেলে দিয়েছিলেন কেরলের গোলরক্ষক। অ্যালবিনোকে উল্টো দিকে ফেলে দিয়ে পেনাল্টি থেকে গোল করেন ফিজির তারকা রয় কৃষ্ণ। গোল করার আরও সুযোগ পেয়েছিলেন ফিজিয়ান তারকাও। বক্সের ভিতরে বল পেয়ে গোল করতে পারেননি কৃষ্ণ। ৩৯ মিনিটে একক দক্ষতায় গোল করেন হুগো বুমোস। জার্সি ধরে টেনেও বুমোসকে আটকানো যায়নি। বুমোস কেরল গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন।

এদিন প্রথমার্ধেই তিন-তিনটি গোল পেয়ে যায় এটিকে মোহনবাগান। বিরতির শেষে লিস্টন বক্সের উপর থেকে বাঁক খাওয়ানো শটে ৪-১ করেন। ৬৯ মিনিটে দিয়াজ ব্যবধান কমিয়ে ৪-২ করেন কেরলের হয়ে। খেলার বয়স তখন ৬৯ মিনিট। তবে দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি তাদের পক্ষে।

মেগা টুর্নামেন্টের শুরুতেই নিজেদের শক্তির পরিচয় দিল এটিকে মোহনবাগান। ২৭ তারিখ এটিকে মোহনবাগানের সামনে এসসি ইস্টবেঙ্গল। আইএসএলের প্রথম ডার্বি। লাল-হলুদ শিবির এখনও মাঠে নামেনি। তাদের প্রথম ম্যাচ রবিবার।