এক নজরে

ভাঁড়ে মা ভবানী কিন্তু মুখ্যমন্ত্রী কল্পতরু

By admin

August 24, 2022

প্রসঙ্গত,প্যারিসে অনুষ্ঠিত ইন্টারগভর্নমেন্ট কমিটির ১৬ তম অধিবেশনে ‘কলকাতার দুর্গাপুজো ’ ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির তালিকাভুক্ত হয়। যে কারণে মুখ্যমন্ত্রী বলেন, “আজ দুর্গাপুজোকে কোথায় নিয়ে গিয়েছি আমরা। ১০ বছর ধরে দুর্গাপুজোকে প্রোমোট করতে করতে এবং দুর্গাপুজোর কার্নিভালকে বর্ণাঢ্য করে তুলে ধরাতে ইউনেস্কো কালচারাল হেরিটেজ ঘোষণা করেছে। এটা আমরা চেষ্টা করে করেছি। অন্য কারও কোনও অবদান নেই”। ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে বিশেষ মিছিলের ডাক দেওয়া হয়েছে। ১ লা সেপ্টেম্বর ১ টায় জোড়াসাঁকো থেকে এই মিছিল যাবে রানি রাসমনী হয়ে ধর্মতলার কাছাকাছি পর্যন্ত।যাতে সবাই এই মিছিলে অংশ নিতে পারে সেই কারণে ওই দিন ছুটি। অন্যদিকে এবার পুজোর ছুটি ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত। অন্যদিকে কালীপুজোতে দুদিন ছুটি। ভাইফোটা এবং ছটেও দুদিন করে ছুটির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের আর্থিক অবস্থা যে ভাল নয়, তা মুখ্যমন্ত্রীনিজেই স্বীকার করেছেন তবু রাজ্যের মোট ৪০ হাজার ৯২ টি ক্লাবকে৬০ হাজার টাকা করেঅনুদান দেওয়া হবে। এই সব ক্লাবগুলিকে অনুদান দিতে গেলে মোট খরচ পড়বে২৪০ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা। পরিসংখ্যান বলছে, রাজ্য সরকার যে পরিমাণ টাকা পুজোয় স্রেফ অনুদান হিসেবে বিলি করছে, তা ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্য সরকারের বাজেট বিবৃতিতে একাধিক ক্ষেত্রে প্রস্তাবিত আর্থিক বরাদ্দের তুলনায় অনেকটা বেশি।এদিকে আদালতের নির্দেশে এবার থেকে কেন্দ্রীয় হারেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে হবে মমতার সরকারকে। ষষ্ঠ বেতন কমিশন চালুর পর থেকে মাসে ৬৪ কোটি টাকা ডিএ দিতে হবে রাজ্যকে। এই হিসেবে বকেয়া ৩১% ডিএ দিতে বছরে ২৩ হাজার কোটি টাকারও বেশি খরচ হতে পারে সরকারের।কিন্তু মহার্ঘ ভাতানিয়ে রাজ্য সরকার গড়িমসি করছে আর বলছে, রাজ্য ধুকছে অর্থনৈতিক ভাবে। অথচ রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ না দিয়ে পুজো কমিটিগুলিকে দুর্গাপুজোর জন্য বিপুল পরিমাণ অনুদানের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুরুর দিন থেকেই মমতা সরকার ঋণে জর্জরিত অথচ রাজ্যে মেলা-খেলা-উৎসবের পিছনে খরচ করতে কখনও কার্পণ্য করেনি মমতা সরকার। প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল-এর দফতরও সরকারের বেহিসেবি খরচ, আর তা সামাল দিতে গিয়ে প্রতি মাসে ধার করা নিয়ে একাধিকবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। দফতর এও দেখিয়েছে, রাজ্য বাজেট বরাদ্দের মাত্র ২৭ শতাংশ পরিকল্পনা খাতে খরচ করেছে অন্যদিকে মেলা-খেলা-উৎসব-পুরস্কার-ক্লাব অনুদানেখরচ করেছেবিস্তর। তার উপরে প্রতি মাসে বাজার থেকে গড়ে দেড় থেকে দু হাজার কোটি টাকার ঋণ নিয়েছে।

সরকারের হিদাব অনুযায়ী গত আর্থিক বছরের সংশোধিত বাজেটে বেতন খাতে বরাদ্দ ছিল প্রায় ৫৯,৫৬৮ কোটি। ২০২২-২৩ আর্থিক বছরের বাজেটে এই খাতে খরচ ধরা হয়েছে প্রায় ৬০,৫২৩ কোটি টাকা। অন্যদিকে পেনশন খাতে গত আর্থিক বছরের সংশোধিত বাজেটে সংস্থান ছিল প্রায় ২২,৫৩৮ কোটি টাকা। এই বছর ওই খাতে ধরা হয়েছে প্রায় ২২,৯৯৭ কোটি টাকা। অর্থাৎবরাদ্দ খুব বেশি বাড়েনি। প্রশ্ন এই পরিস্থিতিতে বর্ধিত হারে ডিএ-র টাকা কোথা থেকে দেওয়া হবে?