এক নজরে

আসামে দুর্গাপুজোয় এবার পুরোহিতদের করোনা পরীক্ষার নির্দেশ

By admin

October 13, 2020

কলকাতা ব্যুরো: দুর্গাপুজোর সময় এবার পুরোহিতদের করোনা পরীক্ষার নির্দেশ দিল আসাম সরকার। আসাম এর স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, উদ্যোক্তারা পঞ্চমীতে পুরোহিতদের করোনা পরীক্ষা করাবেন। আবার বিসর্জনের দিন তাদের করোনা পরীক্ষা করাতে হবে। এবার অসমে রাত দশটা পর্যন্ত ঠাকুর দেখার জন্য মণ্ডপ খোলা রাখতে পারবেন উদ্যোক্তারা। আর হোটেল, রেস্তোরাঁ রাতে খাবার জন্য খোলা রাখা যাবে নটা পর্যন্ত।

দুর্গাপূজা নিয়ে আসাম সরকারের দেওয়া গাইডলাইন অনুযায়ী, রাস্তার ধারে কোন অস্থায়ী মন্ডপ করা যাবে না। মন্ডপের মধ্যে ৩০ জনের বেশি একসঙ্গে ঢুকতে দেওয়া হবে না। এবার বিসর্জনে কোন শোভাযাত্রা করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে আসাম সরকার।

এমনকি পাঁচ জনের বেশি ঠাকুর ভাসানে অংশ নিতে পারবেন না। দুর্গাপুজোকে কেন্দ্র করে মন্ডপের ধারে যে মেলা বসে, অস্থায়ী প্যান্ডেল তৈরি হয়, সেসব এ বার করা যাবে না বলে জানিয়েছে সরকার। একসঙ্গে কুড়ি জনের বেশি ভক্ত অঞ্জলীর জন্য থাকতে পারবে না, যদি না সে মন্ডপের ভিতরে জায়গা বেশি থাকে।