এক নজরে

শাস্ত্র মেনেই চলছে মহাষ্টমীর পুজো

By admin

October 24, 2020

কলকাতা ব্যুরো: সকাল থেকেই শুরু হয়েছে মহা অষ্টমী পুজো। সার্বজনীন থেকে পারিবারিক পুজো, সর্বত্রই শাস্ত্রীয় রীতি মেনে চলছে মহা অষ্টমীর পুজো। ইতিমধ্যেই বেলুড় মঠ এবং বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে চলছে কুমারী পুজো। শোভা বাজার রাজ বাড়িতে চলছে বলির প্রস্তুতি। অষ্টমীতে সেখানে চাল কুমড়ো বলির প্রথা চালু রয়েছে।

মহা অষ্টমীর পুজো, পুষ্পাঞ্জলির পর শুরু হবে সন্ধি পুজো। যা অষ্টমী ও নবমীর সন্ধিক্ষন। কথিত অষ্টমীর শেষ পনেরো মিনিট আর নবমীর প্রথম পনেরো মিনিটে দেবী চামুন্ডা রূপ ধারণ করেন। ওই রূপেই তিনি বধ করেন চণ্ড ও মুন্ড নামে দুই অসুরকে। অষ্টমীতে দেবী অবশ্য পুঁজিতা হন মহাগৌরী রূপে। শাস্ত্র এবং স্বাস্থ্য বিধি মেনে কলকাতা ও জেলায় জেলায় চলছে মহা অষ্টমীর পুজো।