এক নজরে

আসানসোলে রেশন ডিলারদের বিক্ষোভ

By admin

October 12, 2020

কলকাতা ব্যুরো: এ বছর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কমিশন ও ফ্রী রেশন দেওয়ার ক্ষেত্রে কমিশনের দাবিসহ বিভিন্ন দাবী নিয়ে পথে নাম ল রেশন ডিলারদের সংগঠন সারা বাংলা রেশন বাঁচাও যৌথ মঞ্চ। সোমবার আসানসোল মহকুমা শাসকের অফিসের সামনে জড়ো হন রেশন ডিলাররা। মহকুমা শাসককে স্মারকলিপি জমা দেন তারা।

তাদের বক্তব্য, ডিলারদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার স্বার্থে কুইন্টাল প্রতি ৪৫৭ টাকা কমিশন অথবা ন্যূনতম মাসিক ৫০ হাজার টাকা ভাতার ব্যবস্থা করতে হবে। করোনা সংক্রমণ থেকে মুক্তি পেতে একবারে সমস্ত রেশন দ্রব্যের ব্যবস্থা করতে হবে। বর্তমান পরিস্থিতিতে ২৫ হাজার টাকা স্থায়ী জমার বদলে ৫০ হাজার টাকা করতে হবে।প্রশাসনিক বাধ্যতামূলক অজুহাতে, অতি সামান্য ত্রুটি পেলেই লক্ষ লক্ষ টাকা জরিমানা আদায় বন্ধ করতে হবে। মিড ডে মিলের চাল কুইন্টাল প্রতি ১০০ টাকা পরিবহন ও বন্টন খরচ বাবদ দিতে হবে।

সংগঠনের সভাপতি নিমাই দাস, সহ সভাপতি অমিত গাঙ্গুলী, কার্যকরী সভাপতি তরুণ মুখার্জি, কোষাধক্ষ্য শক্তিপদ দে এবং নিখিলেশ ঘোষ, রতন সাউ এর মতো রেশন ডিলারদের সংগঠনের নেতারা হাজির ছিলেন।