এক নজরে

মাগুর মাছ হাতে বিক্ষোভ কংগ্রেসের, আদালত চত্বরে উঠলো জয় বাংলা স্লোগান

By admin

August 20, 2022

কলকাতা ব্যুরো: শনিবার অনুব্রত মণ্ডলকে ফের আসানসোলে আদালতে তোলা হয়েছিল। তার আগে কলকাতা থেকে তৃণমূল নেতাকে নিয়ে এসে রাখা হয় ইসিএল ট্রানজিট হাউসে। সেইসময় বীরভূমের তৃণমূল সভাপতিকে দেখতে ভিড় জমে ট্রানজিট হাউসের সামনে। যদিও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গিয়েছে। কিন্তু অনুব্রতকে নিয়ে যখন সিবিআইয়ের কনভয় কোর্টে পৌছয়, তখন তৃণমূল নেতার উদ্দেশে গোরু চোর’ স্লোগান তোলা হয়। কোর্ট চত্বরে থাকা জনতার মধ্যে থেকেই ওঠে এই স্লোগান। যদিও তৃণমূলের অভিযোগ বিজেপিই লোক জড়ো করে এনে এই স্লোগান তুলিয়েছে।

পাশাপাশি এদিন আসানসোলের ঘড়ি মোড়ে অভিনব বিক্ষোভ দেখায় কংগ্রেস। হাতে মাগুর মাছ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস কর্মীরা। অভিযোগ, এই বিক্ষোভে বাধা দিতে ছুটে আসে তৃণমূল। দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা এবং বাকবিতণ্ডা। পরে তা হাতাহাতির আকার নেয়। এদিন রাস্তায় পড়ে যেতে দেখা গিয়েছে অনেক কংগ্রেস কর্মীদের। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি আয়ত্তে আসে।

এদিকে, আসানসোলে যখন অনুব্রত বিরোধী প্রচার চলছে, তখন কোর্টের বাইরে তাঁর গাড়ি ঘিরে জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সিবিআইয়ের কনভয় যখন কোর্ট থেকে বেড়িয়ে কলকাতামুখী তখন কোর্ট চত্বরে উপস্থিত তৃণমূল সমর্থকরা এই স্লোগান তোলেন। বীরভূম তৃণমূলের জেলা সভাপতির পাশে থাকতেই ‘জয় বাংলা’ স্লোগান। এমনটাই সংবাদমাধ্যমকে জানান শাসক দলের উপস্থিত কর্মীসমর্থকরা।