শারদ চতুর্থী

আসানসোলের লাল ও হলুদ দুর্গার পুজো

By admin

October 20, 2020

আসানসোল উওর থানার নিশ্চিন্তা গ্রামের দুটি প্রাচীন পারিবারিক পূজো শিকদার বাড়ি ও চক্রবর্তী বাড়ির পূজো। গ্রামের পাশাপাশি মন্ডপ দুটির একটির প্রতিমার রঙ লাল , অপরটির রং হলুদ।

শিকদার বাড়ির প্রতিমার রং লাল। কেন লাল? প্রশ্ন করতেই বাড়ির প্রবীন সদস্য শিবসাধন শিকদার জানান, তাদের সপ্তম পুরুষ রামাচরণ শিকদার ছিলেন একজন তন্ত্রসাধক। পঞ্চমুন্ডির আসনে তিনি তন্ত্রসাধনা করতেন । এই মন্দিরের জায়গাই ছিল তার সাধনার স্থল। তিনিই এই লাল দূর্গার প্রবর্তক। আসলে আমাদের শিকদার বাড়ির দূর্গা লাল দূর্গা নামে খ্যাতি লাভ করলেও আসল রং তপ্ত কাঞ্চন বর্ণা । তাই আমরা মন্ত্রোচারন করি “ তপ্ত কাঞ্চন বরনাভ্যাম সুপ্রতিষ্ঠাং সুলোচনা“। শুধু পূজার মন্ত্রোচারনেই নয় অভিনবত্ব রয়েছে প্রতিমাতেও। এক চালার এই দূর্গা প্রতিমার দক্ষিনে অধিষ্ঠান করেন গনেশ।

এই গ্রামের আর একটি সমসাময়িক দূর্গা পূজা চক্রবর্তী বাড়ির হলুদ দূর্গা। নবমীতে চক্রবর্তী বাড়ির কুমারী পুজো দেখতে আশপাশের অঞ্চলের বহু মানুষ চক্রবর্তী বাড়িতে ভিড় জমান। পুজোর কদিন দেবীকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয় বলে জানান চক্রবর্তী বাড়ির নব প্রজন্ম দীপান্ত চক্রবর্তী ।তিনি আরো জানান, এই পূজা দুটি উপলক্ষে স্থানীয় ভারতী ক্লাবের পক্ষ থেকে এবছর সকলের জন্য মাস্ক এবং দুস্থ মানুষদের বস্ত্র বিলি করা হবে।