এক নজরে

Aryan Khan Bail Granted: মাদক কান্ডে অবশেষে জামিন আরিয়ানের

By admin

October 28, 2021

কলকাতা ব্যুরো: জন্মদিনের আগাম উপহার পেলেন শাহরুখ খান। বৃহস্পতিবার অবশেষে টানা ২৫ দিন পর জামিন মঞ্জুর হলো আরিয়ান খানের। শাহরুখ পুত্রের আইনজীবী মুকুল রোহতাগি সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার বা শনিবারই আরিয়ান খান, মুনমুন ধামেচা এবং আরবাজ মার্চেন্ট জেলার বাইরে বেরোবেন।

মুকুল রোহতাগি এদিন বলেন, অর্ডার পেতে কিছুটা সময় লাগবে। তারপরেই ওঁরা জেলের বাইরে আসবেন। আমার জন্য এটিও একটি সাধারণ কেস। কিছু মামলা আমরা জিতি, কিছু হারি। তবে আমি খুশি যে আরিয়ান খান অবশেষে জামিন পেলেন।

বৃহস্পতিবার বিচারপতি এন ডব্লিউ সামব্রে দুই পক্ষের সওয়াল জবাব শোনার পরই বলেন, তিনজনের জামিন মঞ্জুর করা হল। শুক্রবার বিকেলে আমি বিস্তারিত অর্ডার পাস করব। মুকুল রোহতাগি এদিন আদালতে বলেন, আরিয়ান খান আরবাজ আর অচিত ছাড়া ওই ক্রুজের কাউকে চিনতেন না। তাঁর কথায়, ঘটনার চারদিন পরেই অচিতকে গ্রেফতার করা হয়। বলা হয়েছিল, সে মাদক ডিলার। কিন্তু, তাঁর কাছে ২.৪ গ্রাম মাদক পাওয়া গিয়েছিল। একজনের কাছে ২০০ গ্রাম মাদক থাকলে তবেই তাঁকে ডিলার বলা যায়।

এদিন আদালতে লড়াই চালিয়ে গিয়েছিলেন এনসিবি-এর আইনজীবী অনিল সিংও। এদিন তিনি বলেন, ঘটনার অন্যতম মূল অভিযুক্ত আরিয়ান খান এই প্রথম মাদক কাণ্ডে জড়িয়েছেন এমনটা নয়। দীর্ঘদিন ধরেই তিনি মাদক পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। বম্বে হাইকোর্টে মামলা চলাকালীন অনিল সিং বলেন, ডিফেন্স সবসময় টেস্টিং নিয়ে প্রশ্ন তুলছে। আমাদের কেস মাদক ব্যবহার করা নিয়ে নয় বরং হেফাজতে মাদক রাখা নিয়ে। অন্যতম অভিযুক্ত জেনেশুনেই নিজের হেফাজতে মাদক রেখেছিলেন।

এনসিবি-এর আইনজীবীর আরও দাবি, শাহরুখ পুত্রের হোয়াটস অ্যাপ চ্যাট দেখে এটা স্পষ্ট যে তিনি মাদক ব্যবহারের জন্য নয়, বরং বিক্রির চেষ্টা করছিলেন। এক্সট্যাসির পরিমাণ দেখেও তেমনই মনে হচ্ছে দাবি সরকারি আইনজীবীর। অনিল জানিয়েছেন, আরিয়ান খান জানতেন আরবাজের কাছে মাদক আছে। দু’জনে সেটা ব্যবহার করবেন ভেবেছিলেন। তবে আরবাজের কাছে ছিল ওই মাদক।

প্রসঙ্গত, ২ অক্টোবর বিলাসবহুল জাহাজে চলা রেভ পার্টিতে অভিযান চালিয়ে শাহরুখ পুত্র আরিয়ান খানকে আটক করেছিল এনসিবি। গভীর রাতে মুম্বই থেকে গোয়াগামী ওই জাহাজে অভিযান চালিয়েছিল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। আরিয়ান সহ আরও দু’ জনকে আটক করে এনসিবি। তারকা পুত্রকে জিজ্ঞাসাবাদ করা হয় বহুক্ষণ। পরে গ্রেফতার করা হয় তাঁকে।

আরিয়ান এনসিবি আধিকারিকদের জানিয়েছিলেন, ক্রুজে আসার জন্য তাঁকে টাকা দিতে হয়নি বরং তাঁকে অতিথি হিসেবেই আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁর নাম ব্যবহার করেই পার্টিকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলা হচ্ছিল। তদন্তকারীদের এমনটাই জানিয়েছিলেন আরিয়ান।