এক নজরে

গ্রেফতার অনুব্রত মণ্ডল

By admin

August 11, 2022

কলকাতা ব্যুরো: গ্রেপ্তার হলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকালে অনুব্রতর বাড়িতে যায় সিবিআইয়ের প্রতিনিধি দল। অনুব্রতর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার সকাল সকাল বীরভূমে পৌঁছয় সিবিআইয়ের প্রতিনিধি দল।

এত দিন যিনি বোলপুর নীচু পট্টির বাড়িতে বসে সমান্তরাল প্রশাসন চালিয়েছেন, বীরভূমের সেই দোর্দণ্ডপ্রতাপ কর্তাকে যে কোনও এজেন্সি গ্রেপ্তার করতে পারে, আদপে তা বিশ্বাস ছিল না নাগরিকদের। বৃহস্পতিবার সকালে সেই নিচু পট্টির বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলার পর কেষ্ট গ্রেপ্তার হতেই মিশ্র প্রতিক্রিয়া বীরভূমে।

অন্যদিকে জেলাজুড়ে তল্লাশি অভিযানের সম্ভাবনা রয়েছে আজ। শান্তিনিকেতনের রতন কুঠি ও পূর্বপল্লী গেস্ট হাউসে রয়েছেন কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা।

গরু-পাচার মামলায় সিবিআইয়ের দশম বারের ডাক এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি এ বারও আসেননি। শেষ খবর পাওয়া পর্যন্ত বোলপুরের বাড়িতেই রয়েছেন তৃণমূল নেতা।

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের আইনজীবীরা চিকিৎসার নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে তুলে দেন। সেখানে নাকি একাধিক প্রেসক্রিপশন রয়েছে।রয়েছে তাঁর শারীরিক পরিস্থিতির উল্লেখও। ১৪ দিন সময় চাইছেন অনুব্রত। চিঠিতে লেখা, সুস্থ হয়ে অনুব্রত মণ্ডল ফের CBI-এর সামনে জিজ্ঞাসাবাদের জন্য আসবেন। তিনি আগেও সাহায্য করেছেন তদন্তে। ভবিষ্যতেও করবেন।